আজারবাইজানে বাংলাদেশি ছাত্রী খুন

আজারবাইজানে বাংলাদেশি ছাত্রী রিয়া ইসলাম রহস্যজনকভাবে খুন হয়েছেন। রিয়া সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়ালেখা করতেন। তার বাড়ি রাজশাহীর পুঠিয়ার পৌর সদরের কাঁঠালবাড়িয়া এলাকায়।

নিহত রিয়ার বাবা আবুবকর জানান, অনেক শখ করে রিয়াকে পড়তে পাঠাই সেখানে। রিয়া আজারবাইজানের রাজধানী বাকুতে একটি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশুনা করার পাশাপাশি একটি রেস্টুরেন্টে কাজ করে।

বুধবার সকালে ওই দেশের গাঞ্জা শহরে খুন হয় সে। ঘটনার দিন বিকালে রিয়ার বড় ভাই আরমান আলীর মুঠোফোনে সেখান থেকে এ খবর আসলে বিষয়টি জানতে পারি আমরা। তবে কি কারণে ও কিভাবে খুন হন রিয়া সে সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।

তিনি আরও বলেন, আজারবাইজানে বাংলাদেশি দূতাবাস নেই। সেখানে ইরানি দূতাবাসের মাধ্যমে আমার মেয়ের লাশ ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ডাক্তার জোবায়দা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়ার আয়োজন

নূর নিউজ

অবশেষে নিউইয়র্কে নিখোঁজ বাংলাদেশি যুবকের সন্ধান মিলেছে

নূর নিউজ

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত সাউদী আরবের কমিটি ঘোষণা

নূর নিউজ