আজ বিকেলে ১৪ দলের সমাবেশ

বিএনপি ও তাদের মিত্রদের চলমান এক দফা আন্দোলনের বিরুদ্ধে আজ সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল।

সোমবার (০৭ আগস্ট) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া গত শুক্রবার বিকেলে ১৪ দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আয়োজিত সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন। সমাবেশে মায়া বলেন, সোমবারের পর এই মাসেও আরো চারটি সমাবেশ করবে ১৪ দল।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরিন আখতার, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাসহ ১৪ দলের নেতারা।

এ জাতীয় আরো সংবাদ

মুজিববর্ষে দেশের প্রতিটি ঘর আলোকিত করেছে সরকার: প্রধানমন্ত্রী

নূর নিউজ

প্রধানমন্ত্রীর সঙ্গে রওশন এরশাদের সাক্ষাৎ, নির্বাচন ও নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা

নূর নিউজ

দুর্নীতি আড়াল করতে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি করা হয়েছে

নূর নিউজ