আঞ্জুমানে হেফাজতে ইসলামের বার্ষিক ইসলাহী জোড় সম্পন্ন

আবদুল্লাহ ফিরোজী

প্রাচীন অরাজনৈতিক দ্বীনি সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের বার্ষিক ইসলাহী জোড় গতকাল রবিবার বাদ ফজর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। বৃহত্তর সিলেটের বরুণা মাদরাসার মসজিদে আবু বকর রা. প্রাঙ্গণে ১১ অক্টোবর শনিবার সকালে শুরু হওয়া এই জোড়ে সভাপতিত্ব করেন আমীরে আঞ্জুমান ও পীর সাহেব বরুণা নামে খ্যাত শায়খুল হাদীস আল্লামা মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভী হাফিজাহুল্লাহ।

দিন ও রাতব্যাপী চলা জোড়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি কাফেলাবন্দী হয়ে আগমন করেন। তালিম তরবিয়ত এবং তাযকিয়ার দাওয়াত ও মেহনতের উপর বয়ান করেন আলোচকরা।

সভাপতির বক্তব্যে আমীরে আঞ্জুমান বলেন, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি ইলহামী ইসলাহী অরাজনৈতিক দ্বীনি সংগঠন। দ্বীনবিমুখ মানুষকে দ্বীনের পথে ফিরিয়ে আনা এবং সাধারণ মুসলমানদের মাঝে জরুরিয়াতে দ্বীনের শিক্ষা পৌঁছে দেওয়াই আঞ্জুমানের উদ্দেশ্য। প্রতিটি মুসলমানের উচিত নিজের ও পরিবারের ঈমান-আমলের পরিশুদ্ধির জন্য ঘরে ঘরে দ্বীনি তালীমের ব্যবস্থা করা।

তিনি আরও বলেন, আঞ্জুমানের ইসলাহী কার্যক্রম দেশব্যাপী ছড়িয়ে দিতে সকলের সহযোগিতা প্রয়োজন। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সংগঠনের শাখা কমিটি গঠনের কাজ চলমান রয়েছে ।আল্লাহর ওলীদের দোয়া ও বরকতে এই দ্বীনি দাওয়াত সারা দেশে ছড়িয়ে যাক; এটাই আমাদের কামনা।

আঞ্জুমানের যুগ্ম মহাসচিব মুফতি শেখ সা‘দ আহমদ আমীন বর্ণভী ও প্রকাশনা সম্পাদক মাওলানা শাব্বীর আহমদ ফতেহপুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই জোড়ে উপস্থিত ছিলেন জামিয়া শরইয়্যাহ মালিবাগের প্রবীণ মুহাদ্দিস মাওলানা আবু সাবের আব্দুল্লাহ ও মাওলানা আহমদ মায়মুন, মাওলানা সাইদুর রহমান বর্ণভী, মাওলানা ওলীউর রহমান বর্ণভী, লেখক গবেষক মুসা আল হাফিজ, মাওলানা আব্দুল কাদির বাঘরখালী, মাওলানা ইয়াকুব বর্ণভী, মাওলানা আব্দুল খালিক চলিতাতলী, মুফতি ওয়াজেদ আলী, মুফতি ফয়জুল্লাহ আশরাফী, মাওলানা আব্দুল হাই, মাওলানা মুহাম্মদ সাইফুল্লাহ, মাওলানা হুসাইন আহমদ নূরী চৌধুরী, অধ্যক্ষ আব্দুস সবুর, মাওলানা নজমুল হুদা চৌধুরি, মাওলানা রশীদ আহমদ হামিদী, মাওলানা আবদাল হোসেন খান, মাওলানা শেখ আহমদ আফজল বর্ণভী, মুফতি জাবের আল হুদা চৌধুরী, মাওলানা গিয়াস উদ্দীন, মাওলানা সাইফুর রহমান মক্কী, মাওলানা শেখ আব্দুর রহমান আসজাদ বর্ণভী, মুফতি আবদুল্লাহ ফিরোজী প্রমুখ।

আখেরি মুনাজাতে আমীরে আঞ্জুমান পীর সাহেব বরুণা দেশ, জাতি ও বিশ্বের মজলুম মুসলমানের কল্যাণ কামনায় আবেগভরা হৃদয়ে অশ্রুসিক্ত দোয়া করেন।

এ জাতীয় আরো সংবাদ

সৌদির অর্থায়নে মডেল মসজিদগুলো সম্প্রীতির বার্তা ছড়াবে: ধর্ম উপদেষ্টা

আনসারুল হক

ইসলামে হালাল উপার্জনের গুরুত্ব

নূর নিউজ

দ্রুত সুস্থ হওয়ার দোয়া

নূর নিউজ