আদালতে নেয়ার পথে হাতকড়া নিয়ে পালাল আসামি

নেত্রকোনা প্রতিনিধি: আদালতে নেয়ার পথে হাতকড়া নিয়ে পুলিশের হাত থেকে পলাশ (১৮) নামের এক আসামি পালিয়ে গেছে। সোমবার দুপুরে নেত্রকোনার মদন উপজেলার মদন বাজার নামক স্থানে সিএনজি থেকে পালিয়ে যায় সে।

পলাশ মিয়া নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কাউরাট গ্রামের মিলন মিয়ার ছেলে।

জানা যায়, রোববার বিকালে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের খাগুরিয়া থেকে চুরি করে আনা একটি গরুসহ পলাশকে আটক করে জনতা। পরে থাকে মদন থানা পুলিশে সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা করে সোমবার দুপুরে সিএনজি দিয়ে নেত্রকোনা আদালতে প্রেরণ করে পুলিশ। থানা থেকে মদন বাজার নামক স্থানে পৌঁছলে বৃষ্টি শুরু হলে হাতকড়া নিয়ে পালিয়ে যায় আসামি।

আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি মদন থানার ওসি ফেরদৌস আলম নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থলে আছি। আসামি ধরতে অভিযান অব্যাহত আছে।

এ জাতীয় আরো সংবাদ

২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা

আনসারুল হক

ভোলার উপকূল ঘূর্ণিঝড় রিমালের তান্ডবে বিপর্যস্ত জনজীবন, খোলা আকাশের নীচে মানবেতর জীবন

নূর নিউজ

ধর্মীয় অবমাননা রোধে প্রয়োজন কঠোর আইন প্রণয়ন

নূর নিউজ