আন-নুর হেল্পিং হ্যান্ডের উদ্যোগে লালমনিরহাটের শীতবস্ত্র বিতরণ

লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার বড়খাতা নুরানী ও হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। আজ ২১ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৭টায় আন-নুর হেল্পিং হ্যান্ডের নির্বাহী পরিচালক মাওলানা আনসারুল হল ইমরান ও লালমনিরহাট জেলার দায়িত্বশীল, বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা আব্দুল হান্নান শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন লালমনিরহাটের বিশিষ্ট আলেম মাওলানা রেদওয়ানুল্লাহ, আন-নুর হেল্পিং হ্যান্ড কুড়িগ্রাম জেলার সদস্য মাওলানা শামীম হোসাইন, ত্রাণ বিতরণ ব্যবস্থাপনা কমিটির সদস্য মাওলানা হোসাইন আহমদ, এডভোকেট মেহেদী হাসানসহ অত্র মাদরাসার শিক্ষকবৃন্দ।

প্রচন্ড শীতে শীতবস্ত্র পেয়ে কুরআন পড়ুয়া শিক্ষার্থীরা আন-নুর হেল্পিং হ্যান্ড ও দাতা সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মহান আল্লাহ দাতাদের দান ও আমাদের শ্রম কবুল করুন। আমীন।

এ জাতীয় আরো সংবাদ

সুবিধাবঞ্চিত অসহায় মানুষের মাঝে আন-নূর হেল্পিং হ্যান্ডের খাবার বিতরণ

আনসারুল হক

২১০০ সাল পর্যন্ত পরিকল্পনা করে দিয়ে যাচ্ছি: প্রধানমন্ত্রী

নূর নিউজ

নগরীতে ইসলামী আন্দোলনের মশারী বিতরণ অনুষ্ঠান, সরকারেকে পদত্যাগে বাধ্য করে দেশকে সংঘাতের হাত থেকে বাঁচাতে হবে: মাওলানা ইমতিয়াজ

নূর নিউজ