আফগান ভূমি নিয়ে কোনো ধরনের সমঝোতা হবে না: ফসিহুদ্দিন ফিতরাত

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান (আইইএ) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বাগরাম বিমানঘাঁটি পুনরুদ্ধারের মন্তব্য কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। আফগান সরকার স্পষ্ট জানিয়েছে—আফগান ভূমি নিয়ে কোনো ধরনের সমঝোতা হবে না।

রবিবার কাবুলে বিমানবাহিনী বিশ্ববিদ্যালয়ের এক সমাবর্তন অনুষ্ঠানে আফগান সশস্ত্র বাহিনীর প্রধান ফসিহুদ্দিন ফিতরাত এ বিষয়ে বক্তব্য দেন।

তিনি বলেন, ‘আমরা কখনও কোনো চুক্তি করব না। আফগানিস্তান সম্পূর্ণ স্বাধীন, আফগানদের দ্বারাই পরিচালিত এবং কোনো বিদেশি শক্তির ওপর নির্ভরশীল নয়।’

ফিতরাত আরও বলেন, দীর্ঘ সংগ্রামের মাধ্যমে আফগানরা নিজেদের সার্বভৌমত্ব অর্জন করেছে, তাই কোনো ধরনের বিদেশি আধিপত্য তারা মেনে নেবে না।

তিনি সতর্ক করে বলেন, ‘যারা বন্ধুত্বের হাত বাড়াবে তারা আমাদের বন্ধু থাকবে। কিন্তু যারা শক্তি বা শত্রুতার হাত বাড়াবে, তারা আমাদের সর্বোচ্চ প্রতিরোধের মুখে পড়বে।’

যুক্তরাষ্ট্রের ২০২১ সালের প্রত্যাহারের প্রসঙ্গ টেনে ফিতরাত বলেন, আফগান প্রতিরোধের কারণে দুই দশকের সংঘাতের পর আন্তর্জাতিক বাহিনী দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। “গত ২০ বছরের সংগ্রাম প্রমাণ করেছে, বিদেশি সেনারা শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়েছে। যারা এখনো এই বাস্তবতা বুঝতে পারেনি, তারাও শিগগির বুঝবে।”

এরপর ফিতরাত সরাসরি ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের জবাব দেন। ট্রাম্প সংবাদ সম্মেলন ও ট্রুথ সোশালে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র আবার বাগরাম ঘাঁটির নিয়ন্ত্রণ নিতে চায় এবং তা ফেরত না দিলে “খারাপ কিছু ঘটতে পারে।”

ফিতরাত আরও বলেন, ‘আমরা কোনো দম্ভোক্তিকারী বা আগ্রাসীকে ভয় পাই না। গত ২০ বছরে আমরা প্রমাণ করেছি, আমাদের মাটিকে রক্ষা করার সামর্থ্য আমাদের আছে। অদূর ভবিষ্যতে আফগানিস্তানের আকাশসীমা ও ভূখণ্ড পুরোপুরি নিরাপদ থাকবে।’

উল্লেখ্য, বাগরাম একসময় আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি ছিল। ২০২১ সালের প্রত্যাহারের পর থেকে এটি ইমারাতে ইসলামিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যই প্রথমবার, যখন তিনি প্রকাশ্যে ঘাঁটি ফেরত না পেলে পরিণতির হুমকি দিয়েছেন।

এ জাতীয় আরো সংবাদ

গাজায় ত্রাণ বিতরণের সময় মৃত্যুর ঘটনার ‘নিন্দা’ জাতিসংঘ প্রধানের

নূর নিউজ

ভারত হামলা করলে আমাদের পাশে থাকবে সৌদি : পাক প্রতিরক্ষামন্ত্রী

আনসারুল হক

বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত

নূর নিউজ