ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, কয়েকদিন আগে আমি একটি টকশোতে প্রসঙ্গক্রমে আফগানিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে উদাহরণ তুলে ধরি। আমি শুধু আফগান নয় ইরান, আমেরিকা, রাশিয়া এবং অন্যান্য রাষ্ট্রেরও উদাহরণ তুলে ধরি কিন্তু আমরা দুঃখজনকভাবে লক্ষ্য করেছি কিছু মিডিয়া সে বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করেছে। এমনটা কাম্য নয়।
আজ (৫ জুলাই’২৫) দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি সদরে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কর্তৃক আয়োজিত ওলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।
শায়খে চরমোনাই আরো বলেন, জনগণ ইসলামপন্থীদের ওপর আস্থা রাখলে আমরা এদেশকে ইনসাফ ও উন্নয়নের এমন এক মডেল রাষ্ট্রে রূপান্তর করবো যা গোটা বিশ্বে একটি রোল মডেল হিসেবে উপস্থাপন করা যাবে।
তিনি বলেন, একটি ভঙ্গুর রাষ্ট্র ২০২১ সালের আগস্টে তালেবান সরকার গঠন করেছে। আমেরিকার অর্থনৈতিক অবরোধ ও বিভিন্নমুখী ষড়যন্ত্রের পরেও স্বল্প সময়ের ব্যবধানে আফগানি মুদ্রা ৯% প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে৷ আমি তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির ফর্মুলা অ্যাপ্লাই করার কথা বলেছি। কিন্তু এই বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না।