অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আমলারা এখন পরবর্তী সরকারের অপেক্ষায় রয়েছেন। আমিও অপেক্ষায় আছি, কবে দায়িত্ব ছাড়ব। যেকোনো সময় নেমে যেতে পারি, তাই পদত্যাগ দাবি করার কোনো অর্থ নেই।
রবিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। ‘গণমাধ্যমের স্ব-নিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা: রাজনৈতিক ও নীতিগত দৃষ্টিভঙ্গি’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)।
মাহফুজ আলম বলেন, “মে মাস থেকেই অনেকে আমাদের পদত্যাগের দাবি করে আসছেন। তাই গত দুই মাস ধরে ভাবছি, কবে নেমে যাব। আমি অল্প সময়ের জন্য দায়িত্ব নিয়েছি। সীমিত সময়ে যা সম্ভব করছি। তবে বয়স ও অভিজ্ঞতা কম হওয়ায় জনগণ নিশ্চয়ই আমাদের ক্ষমা করবেন।”
তিনি আরও জানান, সাংবাদিকতা সুরক্ষা আইন প্রণয়নের প্রক্রিয়া চলছে এবং এই সরকারের মেয়াদে আইনটি বাস্তবায়ন করা হবে। তার ভাষায়, “অভিজ্ঞতায় দেখেছি, বাংলাদেশে গোষ্ঠীস্বার্থই আগে দেখা হয়, জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া হয় না। এ কারণে হতাশা তৈরি হয়েছে।”
আলোচনায় আরও বক্তব্য দেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিজিএস প্রেসিডেন্ট জিল্লুর রহমান।