আমার ধর্ম আমি আমার মতো করে পালন করবো: ধর্মপ্রতিমন্ত্রী

ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান বলেছেন ‘আমার ধর্ম ইসলাম আমি আমার মতো করে পালন করবো, হিন্দু ধর্ম তারা তাদের মতো করে পালন করবে, খ্রিষ্ঠান আছে, বৌদ্ধ আছে তারা তাদের মতো করে ধর্ম পালন করছে, কারণ যখন এদেশ স্বাধীন হয় তখন সবার রক্তের বিনিময়েই কিন্তু এ দেশ স্বাধীন হয়েছে, শুধু ইসলাম ধর্মের রক্তের বিনিমিয়ে এদেশ স্বাধীন হয় নাই।’

শুক্রবার (১২ মার্চ) দুপুরে ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের ৪তলা একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্মপ্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের মানুষ যত ধর্ম প্রাণ এত ধর্ম প্রাণ মানুষ সারা বিশ্বের কোন দেশে নাই।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামান আব্দুন নাছের বাবুল, পৌর মেয়র আব্দুল কাদের সেখ, গাইবান্ধা ইউপির চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী, সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ

‘মেইড ইন বাংলাদেশ উইক’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নূর নিউজ

বনানীতে স্বজনদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

নূর নিউজ

অন্তত চার দিন পর বৃষ্টির সম্ভাবনা দেখছে আবহাওয়া অফিস

নূর নিউজ