আমার নাম ‘ফজু পাগলা’ দিয়েছে জামায়াতে ইসলামী : ফজলু

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান অভিযোগ করেছেন, তাকে ‘ফজু পাগলা’ নামে সম্বোধন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তার হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি বলেন, বিদেশ থেকে বিশেষ করে ফ্রান্সের দুই ইউটিউবার সম্প্রতি তাকে হত্যা করার নির্দেশ দিয়েছে এবং সেই সঙ্গে জামায়াতের কিছু লোকও তাকে হত্যার পরিকল্পনায় যুক্ত।

আজ (২৫ আগস্ট) সোমবার সুপ্রিম কোর্টে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ফজলুর রহমান বলেন, “কালো শক্তি ৫ আগস্টে কোনো ঘটনা ঘটিয়েছে, আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করিনি। আমার সমস্ত বক্তব্য দেখুন। এমন কোনো মন্তব্য আমি দেইনি। পুরো ভিডিও পরীক্ষা করে প্রমাণ দেখাতে পারলে আমি ক্ষমা চাইব।”

তিনি আরও জানান, “আমার বাসার সামনে মব সৃষ্টি করা হচ্ছে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার নির্বিঘ্নে বাঁচার অধিকার আছে। শোকজের জবাব আমি আমার দলকে দেব, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীসহ সবার কাছে অনুরোধ, আমার ও আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করুন।”

ফজলুর রহমান বলেন, “দুই ইউটিউবার আমাকে হত্যা করার নির্দেশ দিয়েছে এবং জামায়াতের লোকেরা বলেছে আমাকে গলা কেটে হত্যা করতে হবে। জীবনের নিরাপত্তা পাওয়ার অধিকার সাংবিধানিকভাবেই আমার আছে।”

তিনি আরও উল্লেখ করেন, “জামায়াত যেদিন থেকে মুক্তিযুদ্ধের বিরোধিতা শুরু করেছে, সেই দিন থেকেই আমি তাদের বিরুদ্ধে কথা বলা শুরু করেছি। মুক্তিযুদ্ধের বিষয়ে আমি কোনো রকম সমঝোতা করব না। আমি নিশ্চিতভাবে বলছি, আমি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। জামায়াত মুক্তিযুদ্ধের বিপক্ষে।”

এ জাতীয় আরো সংবাদ

বিএনপির সমাবেশ আজ, প্রধান অতিথি তারেক রহমান

নূর নিউজ

বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে বাণিজ্য প্রতিমন্ত্রীর পদত্যাগ দাবী ইসলামী ঐক্যজোটের

নূর নিউজ

জামায়াতের সঙ্গে সৃষ্ট দূরত্ব কমাতে বিএনপি নেতাদের নির্দেশ

নূর নিউজ