আরব লীগের সম্মেলনে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান স্পেনের প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধে চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, স্পেন সরকার ইসরায়েলের যুদ্ধ পদ্ধতির ওপর আন্তর্জাতিক বিচার আদালতের রায় চেয়ে জাতিসংঘের একটি প্রস্তাব গ্রহণের পরিকল্পনা করছে।

শনিবার (১৭ মে) বাগদাদে আরব লীগের এক শীর্ষ সম্মেলনে সানচেজ বলেন, ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া যুদ্ধের ফলে গাজায় ‘অগ্রহণযোগ্য’ ক্ষতিগ্রস্ত হয়েছে, যা ‘মানবতার নীতি’ লঙ্ঘন করেছে।

স্প্যানিশ প্রধানমন্ত্রী ইসরায়েলি আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অত্যন্ত গুরুতর মানবিক সংকট চলছে, যার ফলে ৫ হাজারেরও বেশি মানুষ নিহত, ১০০,০০০ আহত এবং দুই মিলিয়ন বাস্তুচ্যুত হয়েছে।

তিনি উল্লেখ করেন, বিশ্ব নেতাদের উচিত গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের ওপর আমাদের চাপ আরও জোরদার করা, বিশেষ করে আন্তর্জাতিক আইনের মাধ্যমে।

সমাজতান্ত্রিক এই প্রধানমন্ত্রী বলেন, ২ মার্চ থেকে সম্পূর্ণ সাহায্য অবরোধের অধীনে গাজায় মানবিক সাহায্য প্রবেশাধিকারের বিষয়ে ইসরায়েলের আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে চলার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের কাছে রায় দেওয়ার জন্য জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব জমা দেবে স্পেন।

সানচেজ বলেন, স্পেন জাতিসংঘের আরেকটি খসড়া প্রস্তাবকেও সমর্থন করবে, যেখানে ইসরায়েলকে ‘মানবিক অবরোধের অবসান’ এবং গাজায় ‘মানবিক সাহায্যের পূর্ণ ও অবাধ প্রবেশাধিকার’ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

এর আগে, গত ৭ মে সানচেজ স্প্যানিশ পার্লামেন্টে বলেন, মাদ্রিদ জাতিসংঘের সাধারণ পরিষদে একটি খসড়া প্রস্তাব উপস্থাপন করবে। যার লক্ষ্য গাজায় নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যা বন্ধ করতে এবং মানবিক সহায়তা নিশ্চিত করার জন্য জরুরি ব্যবস্থা গ্রহণের প্রস্তাব করা।

শনিবার বাগদাদে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, এই সংঘাতের ‘রাজনৈতিক সমাধান’ প্রচার করা একটি অগ্রাধিকার। এই অঞ্চলে শান্তির একমাত্র পথ হলো ইসরায়েলি-ফিলিস্তিনি সংঘাতের দুই রাষ্ট্র সমাধান বাস্তবায়ন। আমি আবারও অন্যান্য দেশগুলোকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য আহ্বান জানাই।

এ জাতীয় আরো সংবাদ

তুরস্কে ১৬০ হাফেজকে সম্মাননা

নূর নিউজ

সৌদি আরবে কোরআন প্রতিযোগিতায় ১১১ দেশের মধ্যে তৃতীয় তাকরীম

নূর নিউজ

আন্তর্জাতিক বিচার আদালতে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ

নূর নিউজ