আরব সরকারগুলোর নিরব ভূমিকা ইতিহাসের কলংক : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই ৬ এপ্রিল এক বিবৃতিতে বলেছেন, গাজ্জায় ইজরাইল যে নৃশংস গণহত্যা চালাচ্ছে তা কল্পনাতীত। এভাবে বোমাবর্ষণ করে মানুষ হত্যার নজীর মানব ইতিহাসে আর নাই। তার চেয়েও লজ্জাজনক বিষয় হলো, মানবতার ধ্বজাধারী পশ্চিমা সরকারগুলো, বৈশ্বিক প্রতিষ্ঠানগুলো এবং আরব সরকারগুলো যে নিরব ভূমিকা পালন করছে তা ইতিহাসের কলংক হয়ে থাকবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সামর্থ নিয়ে এই গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রেখেছে এবং আগামীতেও রাখবে ইনশাআল্লাহ।

তারই অংশ হিসেবে আগামীকাল ৭ এপ্রিল ইজরাইলি গণহত্যার বিরুদ্ধে আহুত Global Strike এর প্রতি পূর্ণ ও স্বক্রিয় সমর্থন জানাচ্ছি। সোমবার সারা দেশে বাদ জোহর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সকলকে সেই মিছিলে যোগদান করার অনুরোধ করছি।

পীর সাহেব চরমোনাই দেশবাসীকে অনুরোধ করে বলেন, ৭ এপ্রিল দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ আয়োজন করুন। দেশের সকল সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে বিক্ষোভ আয়োজন করে তার স্বচিত্র প্রতিবেদন বিশ্বব্যাপী ছড়িয়ে দিন।

গণহত্যার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যহত থাকবে ইনশাআল্লাহ।

এ জাতীয় আরো সংবাদ

মুফতি মুহাম্মদ ওয়াক্কাস: স্বাধীন বাংলাদেশের প্রথম দেওবন্দী এমপি ও মন্ত্রী

আলাউদ্দিন

সাঈদী-সাকা চৌধুরীও এভাবে ফিরে আসতে পারতেন : সারিজস আলম

আনসারুল হক

কত বয়স পেরোলে আপনি বুড়া হবেন, কী বলছে গবেষণা

নূর নিউজ