বাংলাদেশের আরবী সাহিত্যের প্রাণপুরুষ, উস্তাজুল উলামা, শাইখুল আদব ওয়াল হাদিস,রাবেতাতুল আলমিল ইসলামীর সদস্য এবং জামিয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক ও শাইখুল হাদিস,হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাকালিন মহাসচিব আল্লামা সুলতান যওক নদভী সাহেব হুজুর রহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি
শাইখ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী ও মহাসচিব মাওলানা ডক্টর গেলাম মহিউদ্দিন ইকরাম।
জমিয়ত নেতৃবৃন্দ বলেন, আল্লামা সুলতান যওক নদভী সাহেব হুজুর (রহ.) ছিলেন একজন প্রজ্ঞাময় আলেম, দ্বীনের অক্লান্ত সৈনিক এবং অগণিত তালিবে ইলমের পথপ্রদর্শক। তাঁর জ্ঞান, তাকওয়া, এবং দ্বীনের প্রতি অবিচল নিষ্ঠা আমাদের জন্য চিরদিনের অনুপ্রেরণা।
আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দু’আ করি, আল্লাহ তা’আলা হযরত কে জান্নাতুল ফিরদাউসের চিরস্থায়ী মেহমান করেন, তাঁর কবরকে জান্নাতের বাগানে পরিণত করেন এবং তাঁর পেছনে রেখে যাওয়া পরিবার, সহযোগী, শুভানুধ্যায়ী ও তালিবে ইলমদের ধৈর্য ও শান্ত্বনা দান করেন। আমীন।