আল-আকসার নিচে গোপনে খননকাজ চালাচ্ছে ইসরাইল: ফিলিস্তিনের অভিযোগ

অধিকৃত পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদের নিচে ইসরাইল গোপনে খনন কাজ চালাচ্ছে এবং ইসলামিক ঐতিহাসিক নিদর্শন ধ্বংস করছে বলে অভিযোগ তুলেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। সোমবার বার্তা সংস্থা আনাদোলুর খবরে এ তথ্য জানানো হয়েছে।

জেরুজালেম গভর্নরেটের এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ফাঁস হওয়া ভিডিওগুলোতে ইসরাইলি বাহিনীকে অবৈধভাবে খনন করতে দেখা গেছে। এতে অভিযোগ করা হয়, ইসরাইল ইচ্ছাকৃতভাবে উমাইয়া আমলের ইসলামিক নিদর্শন ধ্বংস করছে, যা মুসলমানদের বৈধ মালিকানার ঐতিহাসিক প্রমাণ বহন করে।

বিবৃতিতে আরও বলা হয়, এই খননকার্যের মূল লক্ষ্য পূর্ব জেরুজালেমকে ‘ইহুদিকরণের’ পরিকল্পনা বাস্তবায়ন করা। ইসরাইল আল-আকসার ঐতিহাসিক ও ধর্মীয় পরিচয় মুছে ফেলে কথিত ‘টেম্পল মাউন্ট’ বর্ণনা প্রতিষ্ঠার চেষ্টা করছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের অভিযোগ, এসব কাজ আন্তর্জাতিক নজরদারির বাইরে পরিচালিত হচ্ছে এবং এর ফলে আল-আকসা মসজিদের ভিত্তি ও ঐতিহাসিক নিদর্শনগুলো মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। এ পরিস্থিতিতে জাতিসংঘ, ইউনেস্কোসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তারা অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

যদিও খননের সুনির্দিষ্ট স্থান উল্লেখ করেনি ফিলিস্তিনিরা, তবে তাদের দাবি, বহু বছর ধরে ইসরাইল আল-আকসার নিচে সুড়ঙ্গ খুঁড়ে আসছে, যা পূর্ব জেরুজালেমকে ইহুদিকরণের বৃহত্তর পরিকল্পনার অংশ।

আন্তর্জাতিক আইন অনুযায়ী, জর্ডান-পরিচালিত জেরুজালেম এনডাউমেন্ট কাউন্সিলই আল-আকসা মসজিদের একমাত্র বৈধ তত্ত্বাবধায়ক সংস্থা। ২০১৩ সালে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মধ্যে হওয়া এক চুক্তির মাধ্যমে জেরুজালেমসহ ফিলিস্তিনের পবিত্র স্থানগুলোর রক্ষণাবেক্ষণ ও সুরক্ষার দায়িত্ব জর্ডানের ওপর ন্যস্ত হয়।

উল্লেখ্য, আল-আকসা মসজিদ মুসলিমদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান। অন্যদিকে ইহুদিরা একে ‘টেম্পল মাউন্ট’ বলে দাবি করে, যেখানে তাদের বিশ্বাস অনুযায়ী প্রাচীন দুটি ইহুদি মন্দির ছিল।

১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের সময় ইসরাইল পূর্ব জেরুজালেম দখল করে নেয়। পরবর্তীতে ১৯৮০ সালে পুরো শহরটিকে নিজেদের অংশ হিসেবে ঘোষণা করলেও আন্তর্জাতিক সম্প্রদায় কখনো তা স্বীকৃতি দেয়নি।

এ জাতীয় আরো সংবাদ

কাতারে নুজুম গ্রুপ পরিদর্শন করেন বিদায়ী রাষ্ট্রদূত নজরুল ইসলাম

আনসারুল হক

জিম্বাবুয়েতে বাস খাদে পড়ে নিহত ৩৫

নূর নিউজ

দু’একদিনের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন বিলাওয়াল

নূর নিউজ