আল নূর কালচারাল সেন্টারের উদ্যোগে পবিত্র কোরআন বিতরণ

সুফিয়ান ফারাবী

আল নূর কালচারাল সেন্টার কাতারের পক্ষ থেকে আল নূর প্রকাশিত পবিত্র কোরআন বিতরণ করা হয়েছে।

এ নিয়ে ৮ম বারের মতো পবিত্র কোরআনের বিশেষ সংখ্যা ছাপানো হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। আল নূর কালচারাল সেন্টারের উদ্যোগে প্রকাশিত এসব কুরআনে এমন কিছু সুবিধা রয়েছে যা হিফজুল কোরআন বিভাগের শিক্ষার্থীদের পবিত্র কোরআন মুখস্থ করতে সহযোগিতা করে। এছাড়াও সাধারণ পাঠকরাও অতি সহজে পড়তে পারেন।

এ সম্পর্কে আল নূর কালচারাল সেন্টারের নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এবং সদস্যবৃন্দ ও শুভানুধ্যায়ী ভাইদের সহযোগিতায় আল নূর কালচারাল সেন্টারের উদ্যোগে আল কুরআনুল করীমের ৮ম সংস্করণ প্রকাশিত হয়েছে। আলহামদুলিল্লাহ। এটি দেশের দরিদ্র মুসলিম ও হিফজুল কুরআনের ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে।

পবিত্র কুরআন বিতরণ আল নূর কালচারাল সেন্টারের একটি চলমান কর্মসূচি। দেশের বিভিন্ন স্থানে এ নিয়ে ৮ম সংস্করণ বিতরণ করছে সংস্থাটি।

জানা গেছে এটি একটি উন্মুক্ত প্রকল্প। এই কর্মসূচীর আওতায় অবদান রাখার সুযোগ রয়েছে সকলেরই।

সংস্থাটির সুত্র জানিয়েছে, আগ্রহী দাতাগণ দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করে এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন।

এ জাতীয় আরো সংবাদ

জিলহজ মাসের যেসব আমল আল্লাহর অনেক প্রিয়

নূর নিউজ

নারী সংস্কার কমিশনে ইসলাম-মানবতাবিরোধী প্রস্তাবনার প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়তের

আনসারুল হক

ভারতবর্ষের প্রথম মসজিদ; যা মহানবী (সা:) জীবিত থাকাকালেই নির্মিত হয়

নূর নিউজ