প্রচণ্ড ঝড়-বৃষ্টি উপেক্ষা করে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে আল মক্কা ট্রাভেলসের আয়োজনে হজ্ব পূণর্মিলনী ও প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে বিপুল সংখ্যক সম্মানিত হাজি সাহেবগণ উপস্থিত থেকে কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলেন।
অনুষ্ঠানে হাজিদের অংশগ্রহণ, ধৈর্য ও ধর্মীয় অনুরাগ বিশেষভাবে প্রশংসিত হয়। আয়োজকরা বলেন, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও হাজি সাহেবদের উপস্থিতি প্রমাণ করে, হজ্বযাত্রা কেবল একটি ভ্রমণ নয়, বরং এটি এক গভীর ঈমানি দায়িত্ব ও ভালোবাসার প্রকাশ।
আল মক্কা ট্রাভেলস-এর পক্ষ থেকে সকল হাজি সাহেব, অতিথি ও সহযোগীদের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, “আমরা আল্লাহ তায়ালার দরবারে দোয়া করছি—তিনি যেন সকল হাজির হজ্ব কবুল করেন এবং আগামী দিনগুলোতেও সবাইকে সুস্থ ও নিরাপদ রাখেন।”
আল-মক্কা ট্রাভেলস-এর স্বত্বাধিকারী আলহাজ্ব খোরশেদ আলম বলেন, “আমাদের হাজি সাহেবগণ যেভাবে আন্তরিকতা ও ধৈর্যের সঙ্গে অংশ নিয়েছেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। আমরা কৃতজ্ঞ যে, সকল বাধা-বিপত্তি সত্ত্বেও তারা ইসলামের প্রতি তাদের ভালোবাসার প্রমাণ দিয়েছেন। ভবিষ্যতেও আমরা হাজিদের সেবা ও দিকনির্দেশনায় সর্বোচ্চ আন্তরিকতা বজায় রাখব।”
অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়, যেখানে উপস্থিত সবাই বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তির জন্য বিশেষ দোয়া করেন।