আল মক্কা ট্রাভেলস-এর উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আল মক্কা ট্রাভেলস-এর উদ্যোগে পবিত্র হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ১০ মে ২০২৫ রাজধানীর পুরানা পল্টন ফারস হোটেল এন্ড রিসোর্টে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে চলতি বছর হজ পালনে আগ্রহী প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস (আটাব)-এর সাবেক সভাপতি এস এন মঞ্জুর মোরশেদ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টিটাব-এর চেয়ারম্যান জনাব আসলাম খাঁন। হজের খুটিনাটি বিষয়ে ধারাবাহিকভাবে আলোচনা করেন আল মক্কা ট্রাভেলস-এর প্রোপাইটর মুফতী মুহাম্মদ খোরশেদ আলম।

প্রাণবন্তভাবে হজের বিস্তারিত প্রশিক্ষণ দেন বিশিষ্ট ইসলামী মিডিয়া ব্যক্তিত্ব, লেখক গবেষক, ইসলামিক ফাউন্ডেশনের হজ প্রশিক্ষক মাওলানা গাজী সানাউল্লাহ রহমানি। হজ পালনের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন মাওলানা আল মামুন নুর। দোয়া পরিচালনা করেন লালবাগ মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা রিয়াজত উল্লাহ।

প্রশিক্ষণ কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, মদীনাতুল উলূম লালবাগ-এর প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, বড় কাটারা মাদরাসার শিক্ষক ও নূর নিউজ টুয়েন্টি ফোর-এর সম্পাদক মুফতী আনসারুল হক ইমরানসহ উলামায়ে কেরাম ও বিশিষ্টজন।

কর্মশালায় প্রায় চার ঘন্টাব্যাপী হজের শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক বর্ণনা এবং প্রশ্নের উত্তর দেয়া হয় এবং প্রজেক্টরের মাধ্যমে হজ্বের আনুষ্ঠানিক কার্যক্রমের পূর্ণাঙ্গ ভিডিও উপস্থাপন করা হয়।

প্রশিক্ষণে অংশ নেয়া হজযাত্রীরা জানান, এই প্রশিক্ষণের ফলে আমরা অনেক নতুন বিষয় জানতে পেরেছি। এটি হজ পালনে আমাদের জন্য সহায়ক হবে।

আল মক্কা ট্রাভেলস-এর অন্যতম পরিচালক মুফতী মুহিউদ্দীন বলেন, অনেক নতুন হজযাত্রী আছেন, যারা সৌদি আরবের নিয়ম কানুন ও হজের নিয়মাবলি সম্পর্কে জানেন না। ফলে হজ পালনে গিয়ে তারা ভোগান্তিতে পড়েন। এই কারণেই আমরা প্রতি বছর হাতেকলমে তাদের প্রশিক্ষণ দিয়ে থাকি। ব্যবসা নয়, হজযাত্রীদের সুবিধার বিষয়টিই আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। মক্কা ও মদীনায় হজের পুরো সফরেই আমরা আল্লাহর ঘরের মেহমানদের সর্বোচ্চ সেবা দেয়ার চেস্টা করি।

কর্মশালা শেষে উপস্থিত সম্মানিত হজ যাত্রীগণ ও আমন্তিত অতিথিদের এজেন্সির পক্ষ থেকে হোটেলের বুফে আপ্যায়ন করা হয়।

এ জাতীয় আরো সংবাদ

সংকটের অযুহাতে বেশি দামে বিক্রি হচ্ছে প্যারাসিটামল

আনসারুল হক

হারিয়ে যাওয়া আল-আযহারের মেধাবী শিক্ষার্থী রাকিনের সন্ধান চেয়ে আজহারির পোস্ট

নূর নিউজ

বিএনপির নেতাদের বক্তব্যে ‘মৌলবাদ’ শব্দ নিয়ে আপত্তি হেফাজতে ইসলামের

আনসারুল হক