আসন্ন নির্বাচন নিয়ে চরমোনাই পীরের ‘জাতীয় সংলাপ’ আগামীকাল

চলমান রাজনৈতিক পরিস্থিতিতে রাজনৈতিক দল, শিক্ষাবিদ, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিদের সাথে জাতীয় সংলাপ আহ্বান করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

জানা যায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আগামীকাল মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচাস্থ রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এই সংলাপ আয়োজিত হবে।

সংলাপ বিষযে এক বিবৃতিতে চরমোনাই পীর বলেন, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ অতীতের যে কোন সময়ে চেয়ে গভীরতর সংসটে নিপতিত। বিশেষ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে রাজনৈতিক সংকট ও অচলাবস্থার সৃষ্টি হয়েছে এ থেকে উত্তরণের জন্য আমরা জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন সংগ্রাম করে আসছি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, বিদ্যমান সংকটময় পরিস্থিতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আগামী ২৮ নভেম্বরের জাতীয় সংলাপ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে আমি মনে করি।

এ জাতীয় আরো সংবাদ

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২ জুন

নূর নিউজ

ডিসেম্বরে মূল্যস্ফীতি কিছুটা কমেছে

নূর নিউজ

আওয়ামী লীগের গদিতে আগুন দেওয়া উচিৎ: ফয়জুল করীম

নূর নিউজ