আয়ারল্যান্ডে সাইবার নিরাপত্তা সেন্টার বসাবে টিকটক

নূর নিউজ: আয়ারল্যান্ডে নতুন একটি সাইবার নিরাপত্তা বিষয়ক সেন্টার খোলার পরিকল্পনা নিয়েছে ভিডিও শেয়ারিং সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক। পরবর্তী প্রজন্মের নিরাপত্তা হুমকির বিরুদ্ধে লড়াই করার জন্য এই সেন্টার স্থাপন করা হবে। টিকটক কর্তৃপক্ষের তরফ থেকে ঘোষণা দেয়া হয়েছে যে, ডাবলিনে এই আঞ্চলিক একীকরণ সেন্টার হবে বিশ্বের মধ্যে প্রথম। ব্যবহারকারীদের সার্বক্ষণিক দিন রাত ২৪ ঘন্টা নিরাপত্তার বিষয়ে সহায়তা করা হবে সেখান থেকে। টিকটকের প্রধান নিরাপত্তা কর্মকর্তা রোল্যান্ড ক্লাউটিয়ার বলেছেন, এই সেন্টার স্থাপন হচ্ছে টিকটকের পরবর্তী পদক্ষেপ। এর মধ্য দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি আরো বলেন, মানুষ যখন টিকটক ব্যবহার করে, তারা মনে করে তাদের ডাটা আমাদের কাছে হস্তান্তর করে। সেই ডাটা খুবই গুরুত্ব দিয়ে রক্ষা করা আমাদের দায়িত্ব।

আমাদের বৈশ্বিক নিরাপত্তা বিষয়ক সংগঠনগুলো সব সময়ই বিশ্বজুড়ে মানুষের এসব তথ্যকে নিরাপদ রাখার চেষ্টা করে। এখন আমাদের পরবর্তী প্রজন্মকে বিনোদনমূলক এই প্লাটফরমে আরো নিরাপদ করার জন্য ডাবলিনে সেন্টার বসানো হচ্ছে। সেখানে কমপক্ষে ৫০টি কর্মসংস্থান হবে। এর মধ্যে থাকবে নিরাপত্তা, ব্যক্তিগত গোপনীয়তা এবং নীতি বিষয়ক পদ।

এ জাতীয় আরো সংবাদ

ফেসবুক ইউটিউবে আসছে আরও নতুন বিধিনিষেধ

নূর নিউজ

নূর নিউজ২৪ এর যাত্রা শুরু

arif

নিরাপত্তায় মোড়ানো যে ফোন ব্যাবহার করেন মোদি

নূর নিউজ