আ.লীগ রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন হলে ফ্যাসিবাদ থেকে পূর্ণ মুক্তি মিলবে: ফখরুল

আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে পারলেই ফ্যাসিবাদী দুঃশাসন থেকে দেশ পুরোপুরি মুক্তি পাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “নতুন বাংলাদেশ গড়ার লড়াই শুরু হয়ে গেছে। শেখ হাসিনা যেন আর দেশে ফিরে এসে কাউকে হত্যা করতে না পারেন—সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

শুক্রবার (১ আগস্ট) রাজধানীতে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত ‘চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ’ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ফখরুল বলেন, “আমরা এখন ভয়ঙ্কর এক ফ্যাসিবাদ থেকে আপাতত মুক্ত হয়েছি। কিন্তু চূড়ান্ত মুক্তি তখনই আসবে, যখন আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পরাজিত করে নিশ্চিহ্ন করা যাবে। যারা ব্যাংক লুট করেছে, মানুষের সম্পদ দখল করেছে, তাদের সঙ্গে আপস চলবে না।”

বক্তব্যে অন্তর্বর্তী সরকারের কিছু সীমাবদ্ধতা স্বীকার করে বিএনপি মহাসচিব বলেন, “হ্যাঁ, ভুল-ত্রুটি আছে, অভিজ্ঞতার অভাবও আছে। আমি আশা করেছিলাম তারা শহীদদের তালিকা তৈরি করে পুনর্বাসনের উদ্যোগ নেবে। দুঃখজনকভাবে তারা তা পুরোটা করতে পারেনি, তবে তারা চেষ্টা করছে। সংস্কার সংক্রান্ত বৈঠক শেষ হয়েছে, দুই-এক দিনের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট আসবে বলে আশা করছি।”

‘শীঘ্রই নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার দরকার’

আসন্ন নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমরাও সেই নির্বাচন চাই, কারণ দেশ এখন জনগণের ভোটে নির্বাচিত সরকার চায়। এখন তো সংসদ নেই, এমপি নেই—আমার সমস্যা হলে কার কাছে যাব? এজন্যই দ্রুত একটি সংসদ দরকার, যেখানে জনগণের কথা বলা যাবে।”

‘জনগণ এখন তারেক রহমানের দিকেই তাকিয়ে’

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনের অপেক্ষায় আছেন উল্লেখ করে ফখরুল বলেন, “যেভাবে বেগম খালেদা জিয়ার ওপর জনগণ আস্থা রেখেছে, এখন একইভাবে তারেক রহমানের ওপর সেই আস্থা তৈরি হয়েছে। তিনি প্রতিদিন নানা বৈঠকে দিকনির্দেশনা দিচ্ছেন। নতুন বাংলাদেশ গঠনে প্রান্তিক মানুষের জন্য ‘ফার্মাস কার্ড’, ‘স্বাস্থ্য কার্ড’, ‘ফ্যামিলি কার্ড’ প্রভৃতি কর্মসূচি নিয়ে কাজ করছেন।”

তিনি আরও বলেন, “আমরা আল্লাহর কাছে দোয়া করছি—তারেক রহমান দ্রুত দেশে ফিরে আসুন, নেতৃত্ব দিন, সবাইকে ঐক্যবদ্ধ করুন।”

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক এবিএমএ আবদুর রাজ্জাকের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন অধ্যাপক মোর্শেদ হাসান খান, সাইফুল আলম নিরব, হাসান জাফির তুহিন, নুরুল ইসলাম নয়ন, রাজিব আহসান, সুলতানা আহমেদ, হেলাল খান, আবুল কালাম আজাদ, মোস্তফা জামান, এসএম জাহাঙ্গীরসহ শহীদ পরিবারের সদস্যরা।

এ জাতীয় আরো সংবাদ

‌‍‍‌‍‍‘ভারতকে মহানবী (সা.)কে অবমাননাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে’

আনসারুল হক

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের তৎপরতা অব্যাহত থাকবে: মুখপাত্র মিলার

নূর নিউজ

অপেক্ষার প্রহর গুনছেন খালেদা জিয়া

আনসারুল হক