ইউক্রেনে ৩২ সাংবাদিক নিহত

রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনে ৩২ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন।

ইউক্রেনের তথ্যমন্ত্রী অলেকসানডার টিকাচেনকো সোমবার এ তথ্য জানিয়েছেন। তিনি যুদ্ধক্ষেত্রে প্রাণ হারানো এসব সাংবাদিকদের ‘জাতীয় বীর’ হিসেবে আখ্যায়িত করেছেন। খবর আনাদোলুর।

তথ্যমন্ত্রী বলেন, নিজের জীবন বিপন্ন করে দেশের জন্য খবর সংগ্রহ করতে গিয়ে যারা প্রাণ দিয়েছেন তারা আসলেই আমাদের জাতীয় বীর।

এক টুইটবার্তায় সোমবার তিনি বলেন, ইউক্রেনের সাংবাদিকরা এখন ২৪ ঘণ্টা কাজ করছেন। তিনি তাদের তথ্যযোদ্ধা হিসেবে অভিহিত করে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। রাশিয়ার এ সামরিক অভিযানে এ পর্যন্ত ইউক্রেনের ৩২ জন সাংবাদিক নিহত হয়েছেন।

এ জাতীয় আরো সংবাদ

আসামে ৯০ বছর ধরে চলা জুমার নামাজের বিরতি বাতিল করলো বিজেপি সরকার

আনসারুল হক

ভারতে পাস হওয়া ওয়াকফ আইনের কড়া সমালোচনায় মাওলানা মাহমুদ মাদানী

আনসারুল হক

বহু হতাহতের ঘটনায় আবারো উত্তপ্ত কাশ্মীর

নূর নিউজ