ইতালির দ্বীপে ৫ নৌকায় শত শত অভিবাসী

[5/10, 1:27 AM] Al Amin Computer: অভিবাসীদের ৫টি নৌকা ভিড়েছে ইতালিতে। দেশটির লা¤েপদুসা দ্বীপে রোববার ওই ৫ নৌকা পৌঁছায়। এই দ্বীপটিতে প্রায়ই অভিবাসী নৌকাগুলো এসে ভিড়ে। মূলত তিউনিশিয়া ও লিবিয়া থেকে আসা অভিবাসীরাই এখানে নামার চেষ্টা করেন। এ নিয়ে লা¤েপদুসার মেয়র টোটো মার্টেলো বলেন, আবহাওয়া ভাল থাকায় অভিবাসীরা আবারো আসতে শুরু করেছে। আমাদের এ ইস্যু নিয়ে আবারো আলোচনা শুরু করা প্রয়োজন। ইতালির ট্যাক্স পুলিশ প্রথমে ৯০ জনের একটি নৌকাকে দ্বীপে নিয়ে আসে। এরপরই ৯৮ জন ও ১৬ জনের দুটি নৌকা রোববার ওই দ্বীপে ভিড়ে | ওইদিনই বড় আরেকটি নৌকায় আরো ৪০০ অভিবাসী এসে ইতালির ওই দ্বীপে আশ্রয় নেন।

এ জাতীয় আরো সংবাদ

শেখ হাসিনার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

নূর নিউজ

ন্যাটো-রাশিয়াকে সংঘাতের ব্যাপারে সতর্ক করলেন তুরস্কের প্রেসিডেন্ট

নূর নিউজ

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন আল্লামা আরশাদ মাদানী

নূর নিউজ