ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের ইনআমী জলসা অনুষ্ঠিত

রাজধানী ঢাকার বৃহত্তর মিরপুরের মাদরাসাসমূহের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের ৮ম ইনআমী জলসা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল।

আজ বুধবার (১ অক্টোবর) রাজধানীর মিরপুরে ঐতিহ্যবাহী আরজাবাদ মিলনায়তন প্রাঙ্গনে বিকাল ৩টা থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলে রাত সাড়ে ৮ ঘটিকা পর্যন্ত। কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ উপলক্ষে প্রতি বছরই ইত্তেফাক এ জলসার আয়োজন করে থাকে।

ইত্তেফাকের স্বনামধন্য সভাপতি মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ইত্তেফাকের দফতর সম্পাদক মাওলানা নূর মুহাম্মদ কাসেমী ও মাওলানা আখতারুজ্জামান কাসেমী। স্বাগত বক্তব্য রাখেন ইত্তেফাকের সাধারণ সম্পাদক মাওলানা লোকমান মাযহারী।

ইত্তেফাকুল মাদারিস প্রতিবছরই কেন্দ্রীয় পরীক্ষার মেধাতালিকায় থাকা ছাত্র-ছাত্রীদের বিশেষভাবে পুরস্কৃত করে থাকে। তারই ধারাবাহিকতায় এবার বোর্ডের ৮ম বার্ষিক কেন্দ্রীয় পরীক্ষার মেধাতালিকায় উত্তীর্ণ মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের দেওয়া হয়েছে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার হিসেবে মূল্যবান গ্রন্থ।

ইত্তেফাকের ৮ম কেন্দ্রীয় পরীক্ষায় মুতাওয়াসসিতা-১, মারহালা (বালক ও বালিকা), হিফজ ও নাজেরা মারহালার (বালক-বালিকা) মেধাতালিকায় স্থান পাওয়া মোট ৯২৮ জন ছাত্র-ছাত্রীকে পুরস্কৃত করা হয়। মোট পরিক্ষার্থী বালক – ২৯৭৬ জন এবং বালিকা- ৮৪৮ জন। বালক পাশের হার ৯৯.০৬% এবং বালিকা পাশের হার ৯৬.৪৬%। সর্বমোট পাশের হার ৯৮.৪৮%।

পড়ালেখার মানোন্নয়ন নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন— ইত্তেফাকুল মাদারিস কওমিয়ার সভাপতি ও আরজাবাদ মাদ্রাসার পরিচালক মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।

জলসায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন আরজাবাদ মাদরাসার শিক্ষাসচিব, বিশিষ্ট শিক্ষাবিদ ও শাইখুল হাদিস মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, ইত্তেফাকের উপদেষ্টা ও
মসজিদুল আকবর কমপ্লেক্স -এর মুহতামিম মাওলানা মুফতী দিলাওয়ার হুসাইন সাহেব ও মাওলানা মুফতী আবুল বাশার নোমানী সাহেব।

আরো বক্তব্যে রাখেন ইত্তেফাকের যুগ্ম সাধারণ সম্পাদক গাবতলি জমিদারবাড়ি মসজিদের খতিব মাওলানা হামেদ জহিরি,-জামিয়া দ্বীনিয়া কল্যাণপুরের মুহতামিম হযরত মাওলানা ঈসা কাসেমি, মাওলানা আব্দুল লতিফ ফারুকি, মাওলানা ইলিয়াস হাসান কাসেমি, মুফতি ইমরান কাসেমী, মুফতি ওয়ালীউল্লাহ, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা আবু হানিফ, মাওলানা রুহুল আমীন, মাওলানা নুরুল আলম, মাওলানা তাওহিদুল ইসলাম, মাওলানা মাসউদুর রহমান, মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা ফয়সাল যাকারিয়া প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন মাওলানা খাদিমুল ইসলামের মুহতামিম মাওলানা রুহুল আমীন, মাওলানা ফখরুদ্দিন হোসাইনী, মুফতি নাছির উদ্দীন খান, মাওলানা ইমরানুল বারী সিরাজী, মাওলানা সাইফুদ্দিন ইউসুফ ফাহিম, মাওলানা রুহুল আমীন নগরী, মাওলানা রেজওয়ানুর রহমান, মাওলানা সাখাওয়াত প্রমুখ।

অনুষ্ঠান শেষে উপস্থিত মিরপুরের সকল মাদরাসার মুহতামিম, উলামায়ে কেরাম,
কচিকাঁচা শিশু-কিশোর, অভিভাবকবৃন্দ ও অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সভাপতি মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।

এ জাতীয় আরো সংবাদ

স্ত্রীর কবরের পাশে ১৬ বছর ধরে কোরআন তিলাওয়াত করছেন স্বামী

নূর নিউজ

ইসলাম ধর্ম গ্রহণ করলেন কেনিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী

আনসারুল হক

পানের সাথে জর্দা খাওয়া কী বৈধ?

নূর নিউজ