পবিত্র হজ ও ওমরাহ পালনে যাত্রাপথকে আরও সহজ, নিরাপদ ও আধুনিক করতে সৌদি সরকার বড় ধরনের পদক্ষেপ নিয়েছে। এখন থেকে নুসুক অ্যাপ ব্যবহার করতে আর ইন্টারনেট বা মোবাইল ডেটার প্রয়োজন হবে না।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সৌদি প্রেস এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। এ সুবিধাকে “যুগান্তকারী পদক্ষেপ” বলে মনে করছেন ধর্মীয় সফর ও প্রযুক্তি বিশেষজ্ঞরা।
সৌদি হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র ড. ঘাসান আল নুওয়াইমি বলেন, “এই উদ্যোগ যাত্রীদের জন্য যাত্রাপথকে আরো সাশ্রয়ী, সহজ ও ডিজিটালভাবে সাবলীল করে তুলবে। অফলাইনে ব্যবহারযোগ্য এই অ্যাপের মাধ্যমে আল-রওদাহ আল-শরিফায় প্রবেশ অনুমতিপত্র, হাই-স্পিড ট্রেন টিকিট বুকিং, পথনির্দেশনা, জিজ্ঞাসা বা রিপোর্ট জমা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ‘নুসুক এআই’ সহায়তাসহ গুরুত্বপূর্ণ সেবা পাওয়া যাবে।”
নুসুক অ্যাপের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ আল-মাইমান জানান, নতুন অফলাইন সুবিধা ভ্রমণকে আরও নিরাপদ ও কার্যকর করে তুলবে। বিশেষ করে এটি ভিড় ব্যবস্থাপনায় সহায়ক হবে এবং হারিয়ে যাওয়ার ঝুঁকি হ্রাস করবে।
সৌদি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, তারা একটি সর্বজনীন, প্রতিবন্ধকতামুক্ত প্রযুক্তি অবকাঠামো গড়ে তুলতে কাজ করছে যাতে বিশ্বের যেকোনো স্থান থেকে আগত হজ ও ওমরাহ যাত্রী অনায়াসে সব ডিজিটাল সেবা ভোগ করতে পারেন।
নুসুক অ্যাপ কী?
নুসুক অ্যাপ হলো সৌদি আরবের হজ ও ওমরাহ সংক্রান্ত একটি সরকারি ওয়ান-স্টপ ডিজিটাল সলিউশন। এটি ভিসা আবেদন, প্যাকেজ বুকিং, ফ্লাইট ও হোটেল সংরক্ষণ, পবিত্র স্থানগুলোর অনুমতিপত্রসহ নানা সেবা প্রদান করে। এর কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো:
- ই-ভিসা আবেদন: সরাসরি অ্যাপ থেকেই সহজে করা যায়
- প্যাকেজ বুকিং: হজ ও ওমরাহ প্যাকেজের সুবিধা
- হোটেল ও ফ্লাইট বুকিং: মক্কা-মদিনায় অবস্থানের ও যাতায়াতের সুবিধা
- পবিত্র স্থানগুলোতে প্রবেশ: যেমন মসজিদে নববী ও মসজিদুল হারাম
- ট্র্যাকিং ও নেভিগেশন: নেভিগেশন ম্যাপ ও দিকনির্দেশ
- অফলাইন ব্যবহারের সুবিধা: নতুন ফিচারের ফলে ইন্টারনেট ছাড়াই কাজ করে
এই অ্যাপ এখন হজ ও ওমরাহযাত্রীদের জন্য শুধু একটি টুল নয়, বরং পুরো ভ্রমণ ব্যবস্থাপনার একটি অত্যন্ত কার্যকর সঙ্গী হয়ে উঠছে।