ইন্তেকাল করলেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতী শায়খ আবদুল আজিজ

সৌদি আরবের গ্র্যান্ড মুফতী শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়খ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১১টার দিকে তার নিজস্ব বাসস্থানে ইন্তেকাল করেন।

তার মৃত্যুতে সৌদি আরবের দুই পবিত্র মসজিদের কর্তৃপক্ষ শোক প্রকাশ করেছেন। তারা মৃত ব্যক্তির পরিবার, সৌদি জনগণ ও পুরো ইসলামিক বিশ্বের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শায়খ আবদুল আজিজের জানাজার নামাজ রিয়াদ শহরের ইমাম তুর্কি বিন আব্দুল্লাহ মসজিদে আসরের নামাজের পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইনসাইড দ্যা হারামাইন। এছাড়া, দুই পবিত্র মসজিদ এবং সারাদেশের সব মসজিদে আজ আসরের নামাজের পর তার জন্য দোয়া করা হবে।

শায়খ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ আল শাইখ সৌদি আরবের বর্তমান প্রধান মুফতী। তিনি ১৯৯৯ সালে এই পদে নিযুক্ত হন এবং দেশটির সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ হিসেবে কার্যকরী ভূমিকা পালন করছেন। তিনি আশ-শেখ বংশের একজন সদস্য।

প্রধান মুফতীর পদটি ১৯৫৩ সালে বাদশাহ আব্দুল আজিজ দ্বারা প্রতিষ্ঠিত হয় এবং বিভিন্ন সময়ে এটি বিলুপ্ত ও পুনঃস্থাপিত হয়েছে। শয়খ আব্দুল আজিজ আল শাইখ দেশের ধর্মীয় ও সামাজিক নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং মুসলিম বিশ্বের ধর্মীয় নেতাদের মধ্যে একজন প্রভাবশালী চরিত্র হিসেবে বিবেচিত।

শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়খ ১৯৮১ সাল থেকে টানা ৩৫ বছর হজের খুতবা দিয়েছেন। ২০১৬ সালে তিনি বার্ধক্যজনিত কারণে অবসর নেন।

এ জাতীয় আরো সংবাদ

কারাবন্দি ইমরান খানের দল এখন কোন পথে এগোবে?

নূর নিউজ

ইসলাম গ্রহণ করেছেন জাপানি অভিনেত্রী

আনসারুল হক

সৌদি ক্রাউন প্রিন্সকে জ্বালানী নিয়ে রাজনীতি না করতে হুঁশিয়ারি বার্তা দিলেন পুতিন

নূর নিউজ