ইন্তেকাল করলেম জামিয়া পটিয়ার শাইখুল হাদিস মুফতি আহমদ উল্লাহ

দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী কওমি মাদরাসা জামিয়া ইসলামিয়া পটিয়া-এর সদরে মুহতামিম ও শাইখুল হাদিস, প্রখ্যাত আলেমে দ্বীন, হাফেজ্জী হুজুর রহ.-এর বিশিষ্ট খলিফা মুফতি আহমদ উল্লাহ (রহ.) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১৪ সেপ্টেম্বর) ভোর ৬টা ৫৫ মিনিটে চট্টগ্রাম ন্যাশনাল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

গত কয়েক মাস ধরে ব্রেইন স্ট্রোক-জনিত জটিলতায় ভুগছিলেন মুফতি আহমদ উল্লাহ। চট্টগ্রামের ন্যাশনাল হসপিটালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

জামিয়া ইসলামিয়া পটিয়ার অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত ঘোষণায় জানানো হয়, আজ রাত ৯টায় (রোববার, ১৪ সেপ্টেম্বর) জামিয়া ইসলামিয়া পটিয়া মাদরাসা প্রাঙ্গণে হযরতের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

দাফনের স্থান সম্পর্কে এখনও অফিসিয়ালি কিছু জানানো না হলেও জামিয়ার প্রাঙ্গণেই তাকে সমাহিত করার সম্ভাবনা রয়েছে।

মুফতি আহমদ উল্লাহ (রহ.) ১৯৯২ সাল থেকে জামিয়া ইসলামিয়া পটিয়ার দরসে হাদিসের মসনদে নিয়োজিত ছিলেন। পরে তিনি মাদরাসার সদরে মুহতামিম, শায়খুল হাদিস ও সদরুল মুদাররিসিন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

তার হাতে অসংখ্য আলেম তৈরি হয়েছেন, যারা দেশ-বিদেশে দ্বীনের খেদমতে নিয়োজিত আছেন। তিনি ছিলেন মেধাবী মুহাদ্দিস, অভিজ্ঞ ফকীহ ও বিচক্ষণ শিক্ষা সংগঠক। তার দরসে সহীহ বুখারী, তিরমিযী, আবু দাউদসহ শীর্ষ হাদীসগ্রন্থসমূহ দীর্ঘদিন ধরে পাঠদান করা হতো।

প্রখ্যাত এই আলেমে দ্বীনের ইন্তেকালে আলেম সমাজে, কওমি মাদরাসাগুলোর মধ্যে, এবং সাধারণ মুসলিম জনতার মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দেশব্যাপী বিভিন্ন মাদরাসা, সংগঠন ও ব্যক্তিত্বগণ ইতোমধ্যে শোক প্রকাশ করেছেন।

দারুল উলূম দেওবন্দ, হাটহাজারী মাদরাসা, নূরানী তালীমুল কুরআন বোর্ড, তাবলিগ জামাত এবং বহু প্রতিষ্ঠান থেকে পৃথক পৃথক বিবৃতিতে তার মৃত্যুতে গভীর শোক জানানো হয়েছে।

মুফতি আহমদ উল্লাহর মাগফিরাত কামনা করে জামিয়া ইসলামিয়া পটিয়ার পক্ষ থেকে দেশবাসী, আলেম সমাজ, ছাত্র-শিক্ষক, ফাযেল ও শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এগিয়ে নিতে সহায়তা করবে সিনেটর রজার মার্শাল

নূর নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে থমথমে পরিস্থিতি, ভয়াতঙ্কে মুহিববুল্লার পরিবার

নূর নিউজ

দেশব্যাপী ইসলামী শ্রমিক আন্দোলনের আন্তর্জাতিক শ্রমিক দিবসের কর্মসূচি পালিত

আনসারুল হক