ইবিতে পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের দাবি আগ্রাসন বিরোধী শিক্ষার্থী জোটের

মোঃ হাম্মাদ তালুকদার
ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পূর্ণাঙ্গ খেলার স্টেডিয়াম নির্মাণসহ দুই দাবিতে স্মারকলিপি প্রদান করেছে আগ্রাসন বিরোধী শিক্ষার্থী জোট।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১২ টার সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মাধ্যমে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উপদেষ্টা বরাবর তারা এটি প্রদান করে।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, শাখা বৈবিছাআ’র সাবেক সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক ইয়াশিরুল কবির সৌরভ, গোলাম রাব্বানী, ইমতিয়াজ ইমনসহ আরও অনেকে।

তাদের দাবিগুলো হলো — বিশ্ববিদ্যালয়ে একটি পূর্ণাঙ্গ খেলার স্টেডিয়াম এবং সুইমিংপুল নির্মাণের বাজেট প্রদান করা যেখানে ফুটবল, ক্রিকেট, সাতার অ্যাথলেটিক্সসহ বিভিন্ন আউটডোর খেলার উপযোগী ব্যবস্থা থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের খেলায় ও জিমনেসিয়ামে পর্যাপ্ত আধুনিক ক্রীড়া সরঞ্জাম সরবরাহ যেমন ট্রেডমিল, মাল্টি-জিম সেট, ডাম্বেল, বেঞ্চ প্রেস, যোগম্যাট ইত্যাদি পর্যাপ্ত বাজেট প্রদান করা।

এ ব্যাপারে শাখা বৈবিছাআ’র সাবেক সমন্বয়ক এস এম সুইট বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাঙ্গন হিসেবে একদিকে জ্ঞানচর্চা, গবেষণা ও মানবিক মূল্যবোধের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।তবে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্রয়োজনীয় ক্রীড়া-সংস্কৃতি অবকাঠামো এখনো যথাযথভাবে গড়ে ওঠেনি। শিক্ষার্থীদের সুস্থ, সক্রিয় ও প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তোলার জন্য খেলাধুলা অপরিহার্য। কিন্তু বিশ্ববিদ্যালয়ে বর্তমানে একটি মানসম্মত খেলায় পূর্নাঙ্গ স্টেডিয়ামের অভাব, জিমনেসিয়ামে পর্যাপ্ত সরঞ্জামের ঘাটতি শিক্ষার্থীদের ক্রীড়াচর্চার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এজন্যই আমাদের এই দাবি।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ” সুইমিংপুলের ব্যাপারে আমরা অলরেডি কার্যক্রম হাতে নিয়েছি। স্টেডিয়াম ব্যাপারে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলব। অন্যান্য ব্যাপারগুলোতেও আমরা পদক্ষেপ নিব।

এ জাতীয় আরো সংবাদ

জমিতে চাষ করতে গিয়ে ট্রাক্টর উল্টে নিহত ২

নূর নিউজ

বাংলাদেশি কর্মীর বাড়িতে দৃষ্টিনন্দন মসজিদ বানালেন সৌদি নাগরিক

নূর নিউজ

‌‘স্বাধীনতার পূর্ণতা আনতে ইসলামের বিজয় পতাকা উড্ডীন করার বিকল্প নেই’

আনসারুল হক