ইরানি ক্ষেপণাস্ত্রে কাঁপলো তেলআবিব : নিহত ১, আহত ৬৩

ইরানের লাগাতার মিসাইল হামলায় মধ্য ইসরায়েল তথা রাজধানী তেলআবিব কেঁপে উঠেছে। শুক্রবার রাতে এবং শনিবার মধ্যরাতে ধারাবাহিকভাবে মিসাইল ছুড়ে তেহরান। ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল ও হারেৎজ জানিয়েছে, হামলায় এক নারী নিহত হয়েছেন এবং অন্তত ৬২ জন আহত হয়েছেন।

ইসরায়েলি চ্যানেল-১২ এবং এপি লাইভস্ট্রিম ফুটেজে দেখা যায়, শনিবার দিবাগত রাত ১টা ১৪ মিনিটের দিকে তেলআবিবে একটি শক্তিশালী বিস্ফোরণ হয়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণটি হয় মারগানিত টাওয়ারের কাছে, যা কিরিয়া এলাকায় অবস্থিত—ইসরায়েলি সামরিক বাহিনীর সদরদপ্তরের পাশেই।
নিউইয়র্ক টাইমস-এর ভিজ্যুয়াল ইনভেস্টিগেশন ইউনিট নিশ্চিত করেছে, হামলায় মধ্য তেলআবিবের এমন একটি এলাকায় আঘাত হানা হয় যেখানে একাধিক সামরিক স্থাপনা রয়েছে।

হারেৎজ জানিয়েছে, ইরানের মিসাইলগুলো মধ্য ইসরায়েলের একাধিক ভবনে সরাসরি আঘাত হানে। বিকট শব্দে কেঁপে ওঠে আবাসিক এলাকা।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হামলার আগে আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেয়, পরে বিধিনিষেধ কিছুটা শিথিল করে জানায়, জনগণ চাইলে বের হতে পারবে তবে কেন্দ্রের নির্দেশনা মেনে চলতে হবে।

আইডিএফ বলেছে, ইরান এই দফায় কয়েক ডজন মিসাইল ছুড়েছে, যদিও নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি। তারা হতাহতের কথা স্বীকার করে বলেছে, আহতদের সহায়তা দেওয়া হচ্ছে।

বিবিসির খবর অনুসারে, ইরান-ইসরায়েল উত্তেজনা আরও তীব্র হয়েছে।

শুক্রবার ইসরায়েলি হামলায় ইরানের কয়েক ডজন শীর্ষ সেনা কর্মকর্তা ও বিজ্ঞানীরা নিহত হন। এর জবাবেই পাল্টা আঘাত হানে তেহরান। সাম্প্রতিক হামলাগুলোতে দুই দেশের সম্পর্ক ভয়াবহ সঙ্কটের দিকে এগোচ্ছে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক মহল।

এ জাতীয় আরো সংবাদ

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্যায় নিহত ৬০

নূর নিউজ

ভ্লাদিমির জেলেনস্কিকে নিরাপদে উদ্ধার করার প্রস্তাব দিয়েছে আমেরিকা

নূর নিউজ

কাবুলের রাস্তায় সক্রিয় তালেবানের ‘নীতি পুলিশ’, বোরকা ও দাড়ি নিয়ে কড়াকড়ি

নূর নিউজ