ইরানের পারমাণবিক কর্মসূচিকে সমর্থন করল চীন

ইরানের বেসামরিক উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকারকে সমর্থন জানিয়েছে চীন। একইসঙ্গে পারমাণবিক ইস্যুতে কোনো মতবিরোধ সমাধানে শক্তি প্রয়োগকে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট শি চিনপিং।

মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান-এর সঙ্গে বৈঠকে শি চিনপিং বলেন, ‘বৈষম্য বা মতবিরোধ সমাধানের জন্য শক্তি ব্যবহার সঠিক পথ নয়। স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য যোগাযোগ ও সংলাপই সবচেয়ে কার্যকর মাধ্যম।’

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, বৈঠকে শি আরও বলেন, ‘চীন ইরানের পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকারকে সম্মান করে। পাশাপাশি, ইস্যুটির সমাধান এমনভাবে হওয়া উচিত যাতে সব পক্ষের যৌক্তিক উদ্বেগকে বিবেচনায় নেওয়া হয়।’

চীন ইরানের ঘনিষ্ঠ অংশীদার ও সবচেয়ে বড় বাণিজ্যিক সহযোগী। এ কারণে দেশটি ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানির ইরানের বিরুদ্ধে পুনরায় নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপের বিরোধিতা করেছে। সম্প্রতি এই তিন দেশ ইরানের বিরুদ্ধে ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়া শুরু করেছে, যা ২০১৫ সালের পারমাণবিক চুক্তি লঙ্ঘনের অভিযোগকে কেন্দ্র করে নেওয়া পদক্ষেপ।

এদিকে, গত জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতের সময় ইরান জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা স্থগিত করে। ওই যুদ্ধে ইসরায়েল ইরানের পারমাণবিক ক্ষমতা ধ্বংসের চেষ্টা চালায় এবং যুক্তরাষ্ট্রও বোমাবর্ষণ পরিচালনা করে।

এর পাশাপাশি, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সোমবার সতর্ক করে জানিয়েছে, ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তিকে সমর্থনকারী জাতিসংঘ প্রস্তাবের ভ্রান্ত বা পুনর্ব্যাখ্যা করার যেকোনো চেষ্টা নিরাপত্তা পরিষদের কর্তৃত্বকে ক্ষুণ্ণ করবে।

এ জাতীয় আরো সংবাদ

সিরিয়ায় ইসরাইলি বিমান হামলায় বাধা দিবে না রাশিয়া

আনসারুল হক

আফগানিস্তানের কর্তৃত্ব নিয়ে তুরস্ক ও পাকিস্তানের দ্বন্দ্ব

নূর নিউজ

ক্রিকেটে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী সৌদি আরব

নূর নিউজ