ইসরায়েলের পক্ষে গোয়েন্দাগিরি, ৬ জনকে ফাঁসি দিল ইরান

ইরান সরকার ইসরায়েলের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতার অভিযোগে ৬ জনের ফাঁসি দিয়েছে।

শনিবার (৪ অক্টোবর) ডেইলি জং সূত্রে ইরানের সরকারি সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, শনিবার ওই ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, ইরানের নিরাপত্তা বাহিনী ও ধর্মীয় ব্যক্তিত্বদের লক্ষ্য করে হামলা চালানো, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে সহযোগিতা করা।

ইরানি বিচার বিভাগ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে শক্ত প্রমাণ ও তাদের নিজস্ব স্বীকারোক্তি পাওয়া গেছে, যার ভিত্তিতেই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

এছাড়া ইরানি গণমাধ্যমের তথ্যমতে, এক কুর্দি যোদ্ধাকেও এক ধর্মীয় নেতাকে হত্যার অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

সূত্র: ডেইলি জং।

এ জাতীয় আরো সংবাদ

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত

নূর নিউজ

সৌদিতে ঈদ কবে, জানা যাবে কাল

নূর নিউজ

ইমরানের দলের সঙ্গে জোট করবে না মাওলানা ফজলুর রহমানের জমিয়ত

আনসারুল হক