ইসলামিক ফাউন্ডেশনের আন্তর্জাতিক ইসলামি বইমেলা শুরু হচ্ছে ১৩ সেপ্টেম্বর

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে আসন্ন ‘আন্তর্জাতিক ইসলামি বইমেলা-২০২৫’ আয়োজনের সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। সংস্থাটির ইতিহাসে এটিই হতে যাচ্ছে সর্ববৃহৎ ও সর্বাধিক ব্যাপক আয়োজন।

আয়োজক সূত্রে জানা গেছে, এবারের মেলায় ১৪০টিরও বেশি স্টল বসানো হচ্ছে। স্টল নির্মাণ, সজ্জ্বীকরণ, বিদেশি প্রকাশকদের আগমন ও স্থান বরাদ্দসহ যাবতীয় লজিস্টিক প্রস্তুতি ইতোমধ্যে প্রায় সম্পন্ন।

মেলায় পাকিস্তান, মিশর ও লেবাননসহ দেশি-বিদেশি শতাধিক প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এবার মেলার পরিসর বিস্তৃত হয়েছে বায়তুল মোকাররমের পূর্ব গেট থেকে দৈনিক বাংলা মেইন রোড পর্যন্ত। ফলে পাঠক ও দর্শনার্থীরা আরও স্বাচ্ছন্দ্যে বিস্তৃত পরিবেশে তাদের কাঙ্ক্ষিত বই ঘুরে দেখার সুযোগ পাবেন।

আগামী ১৩ সেপ্টেম্বর বিকাল ৫টায় বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বিদেশি রাষ্ট্রদূত ও অতিথিদের সঙ্গে নিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

শুধু বই কেনাবেচার স্থান নয়, এই বইমেলাকে একটি বুদ্ধিবৃত্তিক ও আধ্যাত্মিক সমাবেশস্থলে রূপ দেওয়ার লক্ষ্য নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। আয়োজকরা আশা করছেন, এ আয়োজন সঠিক ইসলামি জ্ঞানের প্রচার, তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধকরণ, সাংস্কৃতিক বিনিময় এবং পাঠক-লেখক-প্রকাশকের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে।

এ জাতীয় আরো সংবাদ

নতুন চাঁদ দেখে দোয়া পড়া নবীজির সুন্নত

নূর নিউজ

গণকমিশনের বিরুদ্ধে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বরাবর প্রবাসী আলেমদের স্মারকলিপি

নূর নিউজ

আগামী ২৭ আগস্ট ঢাকায় খতমে নবুওয়তের সম্মেলন

নূর নিউজ