ইসলামি মূল্যবোধ প্রচারে অবদান রাখায় সম্মাননা পেলেন মুফতি আবদুল্লাহ তামিম

ইসলামি মূল্যবোধ প্রচার, সততা ও ন্যায়নিষ্ঠ সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা স্মারক পেলেন সময় টেলিভিশনের হেড অব ইসলাম মুফতি আবদুল্লাহ তামিম।

রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশ মেইল২৪.নিউজ-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী, প্রতিনিধি সম্মেলন ও গুণীজন সংবর্ধনা–২০২৫ অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মেইল২৪.নিউজ-এর সম্পাদক এম এ রাশেদ তালুকদার এবং সঞ্চালনায় ছিলেন স্টাফ রিপোর্টার মো. জাহেরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন প্রধান সম্পাদক ও প্রকাশক এ বি জিয়াউদ্দিন হোসেন এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন এখন টেলিভিশনের গবেষক মেজবাহ য়াযাদ।

সম্মাননা প্রাপ্তির পর মুফতি আবদুল্লাহ তামিম বলেন,
আলহামদুলিল্লাহ, প্রতিটি অর্জন আমাকে দায়িত্ব ও আমানতের প্রতি আরও বেশি আন্তরিক হতে উদ্বুদ্ধ করে। এই সম্মাননার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ মেইল পরিবারের প্রতি এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই মাননীয় সম্পাদক এম এ রাশেদ তালুকদার ভাইকে। এই স্বীকৃতি ইনশাআল্লাহ ভবিষ্যতে দ্বীনের খেদমত, সমাজের কল্যাণ ও মানবতার সেবায় আরও বেশি মনোনিবেশ করার অনুপ্রেরণা জোগাবে।

আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত গণমাধ্যমকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মডেল, অভিনয়শিল্পীসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ আয়োজনে কেক কাটা, আলোচনা সভা, প্রতিনিধিদের সম্মেলন ও গুণীজন সংবর্ধনার পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

বক্তারা বলেন, অল্প সময়ের মধ্যেই বাংলাদেশ মেইল২৪.নিউজ পাঠকপ্রিয়তা অর্জন করেছে এবং ইতিবাচক সাংবাদিকতার ধারা তৈরি করেছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এদিন আরো কয়েকজন সাংবাদিককে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হলেও, ইসলামি মূল্যবোধ প্রচারে অনন্য অবদানের জন্য মুফতি আবদুল্লাহ তামিমের স্বীকৃতি ছিল অনুষ্ঠানের বিশেষ দিক।

এ জাতীয় আরো সংবাদ

মার্চ ফর গাজায় শায়খ আহমাদুল্লাহ ও মাওলানা আজহারি

আনসারুল হক

শিক্ষা ভিসার আবেদন নিচ্ছে যুক্তরাষ্ট্র দূতাবাস

আনসারুল হক

যে কারণে বিএনপির মহাসমাবেশ পেছাল

নূর নিউজ