বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার সদর উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
জুমাবার (৮ আগস্ট) বাদ আছর এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী।
প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার জেলা সভাপতি অলি উল্লাহ আরজু। বিশেষ অতিথি ছিলেন, সাবেক ইসলামী ছাত্রসমাজ নেতা নুর মোহাম্মদ, উখিয়া উপজেলা সভাপতি মুহিউদ্দিন খান।
উপজেলা সমন্বয়কারী আহমদ ইয়াছিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সর্বসম্মতিক্রমে গঠিত সদর উপজেলা কমিটির দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেন,কক্সবাজার জেলা সভাপতি অলি উল্লাহ আরজু।
মুরশেদ হোছাইন জামিলকে সভাপতি ও আহমদ ইয়াছিনকে সাধারণ সম্পাদক করে গঠিত ( ২০২৫-২৬ সেশন) এর নতুন কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন, সহ- সভাপতি শাহেদ হোসাইন, সহ-সাধারণ সম্পাদক এনায়েতুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু হেনা মুস্তফা কামাল, অর্থ সম্পাদক রিদুয়ান, প্রচার সম্পাদক হুমাইদ সাইফী, পাঠাগার ও সাহিত্য সম্পাদক আব্দুল্লাহ সাআদ, দফতর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সদস্য রফিকুল ইসলাম, আরাফাত নূর, রেজাউল করিম, তারেকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত সাধারণ, জেলা ইসলামী ছাত্রসমাজের সাবেক সভাপতি মাওলানা নুরুল হক চকোরী বলেছেন, ছাত্রজীবন নিজেদের যোগ্য, প্রাজ্ঞ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার সোনালী সময়। আদর্শ মানুষ গড়ার অবিসংবাদিত সংগঠন ইসলামী ছাত্রসমাজের সাথে যুক্ত হয়ে সে আলোকধারায় এগিয়ে যেতে পারলে ছাত্রদের জীবন ধন্য হবে। তিনি প্রাতিষ্ঠানিক ও সাংগঠনিক সিলেবাসের সুসমন্বয়ে যোগ্যতা ও কৃতিত্বের সাক্ষর রাখার জন্য নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।
প্রধান বক্তা সংগঠনের জেলা সভাপতি অলি উল্লাহ আরজু বলেন, যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রজ্ঞা, সাহস ও দূরদর্শিতার পরিচয় দিতে হলে নিয়মতান্ত্রিক পড়াশোনার ও রুটিন মাফিক সাংগঠনিক কর্মসূচিতে মনোনিবেশ করতে হবে। তিনি দায়িত্বপ্রাপ্ত সকলকে স্ব স্ব দায়িত্ব পালনে কর্তব্যনিষ্ঠার পরিচয় দেয়ার প্রতি তাগিদারোপ করেন।