তানযিল হাসান, বিশেষ প্রতিনিধি:
মোহাম্মদপুরের পরিচিত মুখ, ইসলামী আন্দোলন বাংলাদেশের নিবেদিতপ্রাণ কর্মী ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মুহাম্মদ নাসিম খাঁন আর নেই। আজ (৭ জুলাই) রাত আনুমানিক ২টায় তিনি স্ট্রোক করে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি মোহাম্মদপুর সাতমসজিদ সুপার মার্কেটের সাবেক সভাপতি ছিলেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছিলেন।
মরহুমের দীর্ঘদিনের সহকর্মী ও ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ নেছার উদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যু সংবাদ নিশ্চিত করেন।
এক আবেগঘন পোস্টে তিনি লেখেন, ‘আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, হজযাত্রীদের খেদমতে দীর্ঘ প্রায় এক যুগ একসঙ্গে পথচলা সাথী, মোহাম্মদপুর হজ ট্রাভেলস, নাসিম বস্ত্র বিতান ও মোহাম্মদপুর হাউজিং লিমিটেডের স্বত্বাধিকারী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা, বাংলাদেশ মুজাহিদ কমিটি মোহাম্মদপুর থানার ছদর আলহাজ্ব মুহাম্মদ নাসিম খাঁন আজ রাত ২টায় স্ট্রোক করে ইন্তেকাল করেছেন।’
তিনি আরও বলেন, “রাব্বুল আলামীন তাঁর সকল ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।”
একজন মানবসেবী ও আলেমপ্রেমী ব্যক্তিত্ব
আলহাজ্ব নাসিম খাঁন শুধু একজন রাজনীতিক বা ব্যবসায়ী নন, তিনি ছিলেন জনহিতৈষী ও সদা হাস্যোজ্জ্বল এক মানবিক ব্যক্তিত্ব। সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানো ও আলেম-উলামাদের যথাযথ সম্মান প্রদর্শনে তিনি ছিলেন সর্বদা অগ্রগামী।
তার এই আকস্মিক মৃত্যুতে মোহাম্মদপুর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক সহকর্মী, হজযাত্রী, ব্যবসায়ী মহলসহ সর্বস্তরের মানুষ তার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন।
হাআমা/