ইসলাম ও দেওবন্দ মাদরাসা নিয়ে অবমাননাকর সিনেমা স্থগিত করালেন মাওলানা আরশাদ মাদানী

ইসলাম, মুসলিম সমাজ ও দেওবন্দ মাদরাসার ভাবমূর্তি ক্ষুণ্ন করে তৈরি ‘উদয়পুর ফাইলস: কানহাইয়া লাল টেইলর হত্যা’ নামক উসকানিমূলক সিনেমার মুক্তি স্থগিত করেছেন দিল্লি হাইকোর্ট। ট্রেলার প্রকাশের পরই সিনেমাটিকে ঘৃণা ছড়ানো এবং সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টিকারী বলে অভিযোগ তুলে আদালতের শরণাপন্ন হন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি, শীর্ষস্থানীয় আলেম মাওলানা আরশাদ মাদানী।

বৃহস্পতিবার (১০ জুলাই) দিল্লি হাইকোর্ট সিনেমাটির মুক্তির ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করে। এটি ১১ জুলাই ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল।

আদালত তার আদেশে বলেন, সিনেমাটোগ্রাফি আইন, ১৯৫২-এর ধারা ৬ অনুযায়ী আবেদনকারী যেন সংশ্লিষ্ট রিভিশন আবেদনের বিষয়টি দুই দিনের মধ্যে কেন্দ্রীয় সরকারকে অবহিত করেন। আর সরকারকে এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এ সময় পর্যন্ত সিনেমাটি মুক্তি দেওয়া যাবে না।

রায়ের পর প্রতিক্রিয়ায় মাওলানা আরশাদ মাদানী বলেন, “এই আদেশ প্রমাণ করে যে, সংবিধানের শাসন এখনো কার্যকর রয়েছে। মতপ্রকাশের স্বাধীনতা মানে এই নয় যে কেউ চরম ঘৃণা ও বিদ্বেষ ছড়াবে।” তিনি বলেন, “যদিও সিনেমায় কিছু কাটছাঁট করা হয়েছে, তবুও এটি ঘৃণামূলক বক্তব্যে পূর্ণ, যা সমাজে বিভাজন সৃষ্টি করতে পারে।”

তিনি আরও আশা প্রকাশ করেন, চূড়ান্ত রায়েও সত্য ও ন্যায়ের জয় হবে, এবং এই অন্তর্বর্তী আদেশ সমাজে একটি বার্তা দেবে যে স্বাধীনতার নামে বিদ্বেষ প্রচার বরদাশতযোগ্য নয়।

এর আগে ৭ জুলাই মাওলানা মাদানী দিল্লি হাইকোর্টে একটি আবেদন দাখিল করেন। আবেদনে বলা হয়, ২০২৫ সালের ২৬ জুন প্রকাশিত সিনেমাটির ট্রেলারেই এমন বহু সংলাপ ও দৃশ্য রয়েছে, যা ২০২২ সালে উদয়পুরে ঘটে যাওয়া সাম্প্রদায়িক উত্তেজনার ঘটনাকে উসকে দেয়। এতে ইসলাম, দেওবন্দ মাদরাসা ও মুসলিমদের বিপক্ষে বিদ্বেষমূলক বার্তা রয়েছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, সিনেমাটিতে একপাক্ষিক রাজনৈতিক বক্তব্য, বিতর্কিত রাজনীতিবিদদের মন্তব্য ও আদালতের কার্যক্রমকে উদ্দেশ্যমূলকভাবে উপস্থাপন করা হয়েছে, যা নতুন করে সহিংসতার ঝুঁকি তৈরি করতে পারে।

মাওলানা মাদানীর এই আইনি পদক্ষেপ এবং আদালতের রায় ভারতের মুসলিম সমাজ ও সংখ্যালঘুদের মাঝে স্বস্তি ফিরিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এটি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

এ জাতীয় আরো সংবাদ

মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসনের পরিবেশ নেই: জাতিসংঘ

নূর নিউজ

হজ মৌসুমে ভিজিট ভিসাধারীদের মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা

নূর নিউজ

নেদারল্যান্ডসে পবিত্র কোরআন অবমাননার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ

নূর নিউজ