বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা যুগ্ম- সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর বলেছেন, ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের অর্জিত বিজয়কে নস্যাৎ করতে ফ্যাসিবাদের দোসরদের নানামুখি চক্রান্ত অব্যাহত রয়েছে। এসব চক্রান্ত রুখে দিতে ফ্যাসিবাদ বিরোধী শক্তির সুসংহত ঐক্য ও দূরদর্শী উদ্যোগ সময়ের অনিবার্য দাবি। শহীদানের রক্তে রঞ্জিত প্রিয় মাতৃভূমি বাংলাদেশে নতুন করে কেউই যেন ইসলাম ও দেশ বিরোধী চক্রান্তের জাল বিস্তার করতে না পারে সে ব্যাপারে সর্বোচ্চ সচেতনতার ও সাহসিকতার পরিচয় দিতে হবে।
তিনি সংগঠনের রামু উপজেলা কার্যনির্বাহী পরিষদের মাসিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
শনিবার (৩০ আগস্ট), বিকেলে উপজেলা নায়েবে আমীর মাওলানা আহমদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ আবরারী। তিনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অকুতোভয় সৈনিক ভিপি নুরুল হক নুরের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জোর দাবি জানান।
মাসিক এ সভায় প্রধান বক্তা ছিলেন, জেলা প্রচার সম্পাদক মাওলানা হাফেজ শওকত আলী। তিনি বলেন, প্রখ্যাত ওলামা-মশায়েখের হাতে গড়া ঐতিহ্যবাহী সংগঠন নেজামে ইসলাম পার্টির কার্যক্রম গতিশীল করার মাধ্যমে ইসলামী রাষ্ট্রবিনির্মাণের মহান লক্ষ্যে এগিয়ে যেতে হবে। গঠনমূলক কার্যক্রমের ধারা বজায় রাখার ক্ষেত্রে ইখলাসপূর্ণ দায়িত্বশীলতার পরিচয় দিতে পারলে সফলতার নবদিগন্ত উন্মোচন হবে ইনশাআল্লাহ।
দায়িত্বশীলদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য রাখেন, নায়েবে আমীর মাওলানা হাফেজ আজিজুল হক মক্কী, অর্থ সম্পাদক মাওলানা আতাউল্লাহ চৌধুরী, প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ আতাউল্লাহ, দাওয়াহ সম্পাদক মাওলানা হাফেজ মুহাম্মদ সুলাইমান, দফতর সম্পাদক মাওলানা হাফেজ মিজানুর রহমান, সহ-দফতর সম্পাদক মাওলানা হাফেজ সেলিম উল্লাহ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা আব্দুল করিম, যুববিষয়ক সম্পাদক মাওলানা জসিম উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক মাওলানা হাফেজ রিদওয়ানুল হক, নির্বাহী সদস্য মাওলানা হাফেজ নুরুল আজিম, মাওলানা হাফেজ মুনিরুল হক, মাওলানা হাফেজ রহিম উদ্দিন প্রমুখ।