ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, যাদের রক্তে দুর্নীতি ও মানুষ হত্যার মতো হারাম প্রবাহিত, তাদের মাধ্যমে জাতির ভাগ্যের পরিবর্তন হতে পারে না। ৫ আগস্টের পর যারা চাদাবাজি করছে, ধর্ষণ ও খুনখারাবি করছে তাদেরকে এদেশের মানুষ আর দেখতে চায় না।
আজ ৯ জুলাই’২৫ বুধবার বিকাল ৩টায় কুমারখালী বাস টার্মিনালে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলার আওতাধীন কুমারখালী-খোকসা উপজেলা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন শায়খে চরমোনাই।
তিনি আরো বলেন, আমরা জুলাইতে রক্ত দিয়েছিলাম, যাতে নতুন করে আর এদেশের কোনো নারী ধর্ষিতা না হয়, কেউ অভুক্ত না থাকে, কেউ বিচারবহির্ভুত হত্যাকাণ্ডের স্বীকার না হয়, কেউ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে গুম না হয়। অথচ বাস্তব চিত্র পুরোটাই ভিন্ন। এদেশের মানুষ আওয়ামিলীগ, বিএনপি এবং জাপার শাসন দেখেছেন, কিন্তু কেউ মানুষের শান্তি নিশ্চিত করতে পারে নাই। সুতরাং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ইসলাম, দেশ ও মানবতার পক্ষে একবার আমাদের সুযোগ দিন। আমরা বিজয়ী হলে এদেশের মানুষের কাঙ্ক্ষিত অধিকার সুনিশ্চিত করবো ইনশাআল্লাহ।
শায়খে চরমোনাই বলেন, আপনারা নিশ্চিত থাকুন ইসলামপন্থীরা বিজয়ী হলে এক পয়সাও দুর্নীতি হবে না। বাংলাদেশে ইসলাম বিজয়ী হলে এদেশে একজন মানুষ ক্ষুধার্ত রেখে প্রেসিডেন্ট পেট পুড়ে খাবার খাবেনা। ইনশাআল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন জুলাই অভ্যুত্থানে আলীগের পতনের পর একটা দল চাদাবাজি ও খুনখারাবি শুরু করেছে। এদের দুর্নীতির খতিয়ান লম্বাচওড়া। এরা আবার ইসলামী আন্দোলনের অগ্রযাত্রায় ঈর্ষান্বিত হয়ে আবোলতাবোল বকতে শুরু করেছে। আমরা বলবো এই বিএনপি ২০১৮ সালে গণভবনে গিয়ে আওয়ামীলীগের সাথে সমঝোতা করে নির্বাচনে অংশ নিয়েছে। এরা দেশকে চাঁদাবাজির স্বর্গরাজ্যে পরিণত করার চেষ্টা করছে। সুতরাং আগামীদিনে এদের হাতে দেশ নিরাপদ নয়। সুতরাং আগামীদিনে দুর্নীতিবাজ, চাদাবাজ ও ভারতের দালালদের বিরুদ্ধে হাতপাখায় ভোট দিয়ে ইসলামকে বিজয়ী করুন।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) মাওলানা আরিফুল ইসলাম, কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক কেএম শরীয়াতুল্লাহ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মুফতী রেজাউল করীম আবরার, কুষ্টিয়া জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী, জেলা সেক্রেটারি জিএম তাওহীদ আনোয়ার সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
গণসমাবেশে সভাপতিত্ব করেন কুষ্টিয়া-০৪ (কুমারখালী-খোকসা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদে মনোনীত হাতপাখার সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেন।