বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ ঈদগাঁও উপজেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৬ আগস্ট (বুধবার) বাদ মাগরিব এ উপলক্ষে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সংগঠন সচিব ও কক্সবাজার জেলা সভাপতি অলি উল্লাহ আরজু।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসমাজ ঈদগাঁও উপজেলা শাখার আহ্বায়ক মুহাম্মাদ শহিদুল্লাহ।বিশেষ বক্তা ছিলেন, উখিয়া উপজেলা সভাপতি মুহি উদ্দীন খান, কক্সবাজার সদর উপজেলা সমন্বয়কারী আহমদ ইয়াছিন।
উপজেলা সমন্বয়কারী মুহাম্মাদ শাফায়াত হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ঈদগাঁও উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে দায়িত্বপ্রাপ্তরা হলেন, আহবায়ক মুহাম্মাদ শাফায়াত হোসাইন, যুগ্ম আহ্বায়ক আখতার হোসাইন আবিদ, সদস্য সচিব ওসামা হাবীব, সদস্য আব্দুল্লাহ আম্মার, রাকিব হোসাইন,সাজ্জাদ হোসাইন।
সভায় শীঘ্রই পুর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সাথে দাওয়াতী কার্যক্রমকে আরও বেগবান করা ও মাসিক এয়ানত আদায়ের ব্যাপারে তাগিদারোপ করা হয়।
উল্লেখ্য, এ সভায় প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় সংগঠন সচিব ও কক্সবাজার জেলা সভাপতি অলি উল্লাহ আরজুর আগমনে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।