উত্তরায় বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় ইসলামী ঐক্যজোটের গভীর শোক প্রকাশ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট, শিক্ষিকা, কোমলমতি শিক্ষার্থী এবং সাধারণ মানুষ হতাহত হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের এবং মহাসচিব মুফতী সাখাওয়াত হোসাইন রাজী।

আজ গণমাধ্যমে পাঠানো এক যৌথ শোকবার্তায় তারা বলেন, ‘উত্তরার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে যে হৃদয়বিদারক ঘটনা ঘটেছে, তাতে আমরা শোকাহত, বাকরুদ্ধ এবং গভীরভাবে উদ্বিগ্ন। এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’

নেতৃদ্বয় বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠান, আবাসিক এলাকা কিংবা জনবহুল অঞ্চলে প্রশিক্ষণ বিমান পরিচালনার বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। এ ধরনের দুর্ঘটনা এড়াতে সরকারকে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে।”

ইসলামী ঐক্যজোট এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানাচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে।

এ জাতীয় আরো সংবাদ

সামাজিক অবক্ষয় থেকে বাঁচতে ইসলামী অনুশাসন মেনে চলতে হবে: অধ্যক্ষ মোহাম্মদ ইসহাক

আলাউদ্দিন

রমজানে কম দামে নিত্যপণ্য পাবে ১ কোটি দরিদ্র পরিবার

নূর নিউজ

গাম্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপির বৈঠক

নূর নিউজ