রাজধানীর উত্তরা মেট্রোরেল স্টেশনের পাশে মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি ট্রেনিং ফাইটার জেট বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বিমান বাহিনীর সূত্র জানায়, দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল F-7 BGI মডেলের একটি ট্রেনিং জেট, যা দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। প্রায় ১টা ৩০ মিনিটে এটি মাইলস্টোন কলেজের মাঠে ভূপাতিত হয়।
বিজ্ঞাপন
banner
ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (ISPR) জানিয়েছে, এটি একটি প্রশিক্ষণ কার্যক্রমের অংশ ছিল এবং প্রাথমিকভাবে এটিকে ট্রেনিং মিশনের সময়কার দুর্ঘটনা বলেই মনে করা হচ্ছে।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করতে থাকে।
প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন এবং অন্তত ৪ জন আহত হয়েছেন। আহতদের দ্রুত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে কিছু সূত্র বলছে, ৬ থেকে ৭ জন শিক্ষার্থীও আহত হয়ে থাকতে পারেন। আহতদের অধিকাংশই মাইলস্টোন কলেজের শিক্ষার্থী।
পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার ও নিয়ন্ত্রণ কাজ পরিচালনা করছে। বিমানটি ক্যাম্পাসের একটি ভবনের পাশে বিধ্বস্ত হয়ে তীব্র আগুন ছড়িয়ে পড়ে, যা আশপাশের ভবন ও ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক ভীতি সৃষ্টি করে।
দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে বিমান বাহিনীর পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।