এই মুহূর্তে প্রস্তুতি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি: র‌্যাব মহাপরিচালক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উন্নতির মাধ্যমেই নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান।

বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

র‌্যাব মহাপরিচালক বলেন, “এখন আমাদের মূল প্রস্তুতি হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা। এরপর যখন নির্বাচন ঘনিয়ে আসবে, তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের সঙ্গে সভায় কার কী দায়িত্ব, তা নির্ধারণ করা হবে। সেই নির্দেশনার ভিত্তিতেই আমরা দায়িত্ব পালন করব।”

তিনি আরও জানান, র‌্যাব সদস্যদের জন্য আইন ও বিধিবিধান সম্পর্কিত ইনহাউজ প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে নির্বাচনের সময় দায়িত্ব পালনে কোনো ঘাটতি না থাকে।

এ জাতীয় আরো সংবাদ

কলকাতায় গোপন দপ্তর খুলে পলাতক আওয়ামী লীগের ‘শেষ যুদ্ধ’

আনসারুল হক

কারাবন্দি মাওলানা ইকবালের মৃত্যুর ঘটনা তদন্তের দাবি হেফাজতের

আনসারুল হক

করোনা ভ্যাকসিন বিএনপিকে আগে দিতে চান তথ্যমন্ত্রী

আলাউদ্দিন