আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উন্নতির মাধ্যমেই নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান।
বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
র্যাব মহাপরিচালক বলেন, “এখন আমাদের মূল প্রস্তুতি হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা। এরপর যখন নির্বাচন ঘনিয়ে আসবে, তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের সঙ্গে সভায় কার কী দায়িত্ব, তা নির্ধারণ করা হবে। সেই নির্দেশনার ভিত্তিতেই আমরা দায়িত্ব পালন করব।”
তিনি আরও জানান, র্যাব সদস্যদের জন্য আইন ও বিধিবিধান সম্পর্কিত ইনহাউজ প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে নির্বাচনের সময় দায়িত্ব পালনে কোনো ঘাটতি না থাকে।