একদিন বাড়লো ঈদুল আজহার ছুটি

ঈদুল আজহার ছুটি একদিন বাড়লো। আগামী ২৭ জুন ছুটি অনুমোদন করেছে মন্ত্রিসভা।

আজ সোমবার (১৯ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এখন ২৭ জুন থেকেই ঈদের ছুটি শুরু হবে।

এবার ঈদে আগামী ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত টানা পাঁচদিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৯ জুন মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

আজ সোমবার চাঁদ দেখা গেলে মঙ্গলবার (২০ জুন) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এ ক্ষেত্রে বাংলাদেশে আগামী ২৯ জুন (১০ জিলহজ) ঈদুল আজহা উদযাপিত হবে। চাঁদ দেখা না গেলে মঙ্গলবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে আগামী বুধবার (২১ জুন) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে, দেশে ঈদ পালিত হবে ৩০ জুন।

এ জাতীয় আরো সংবাদ

শুক্রবার দিল্লি যাবেন প্রধানমন্ত্রী, আপ্যায়িত হবেন মোদির বাড়িতে

নূর নিউজ

আজ ঢাকায় আসছেন কাতারের আমির

নূর নিউজ

দেশের সার্বভৌমত্ব ও ঈমান আকিদা রক্ষায় ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে: আল্লামা রাব্বানী

নূর নিউজ