একসঙ্গে ৪ কন্যাসন্তান জন্ম দিলেন ফেনীর সালমা

নূর নিউজ: ফেনীতে একসঙ্গে চার কন্যাসন্তান জন্ম দিয়েছেন সালমা আক্তার (২৪) নামের এক গৃহবধূ।

সোমবার (১৪ জুন) বিকেল ৪টার দিকে শহরের একটি ক্লিনিকে সিজার অপারেশনের মাধ্যমে চার কন্যাসন্তানের জন্ম দেন তিনি।

সালমা আক্তার ফেনীর ফুলগাজী উপজেলার জিএমহাট এলাকার শরিফপুর পাটোয়ারী বাড়ির প্রবাসী মো. আলম পাটোয়ারীর স্ত্রী।

গৃহবধূর দেবর মো. আনোয়ার হোসেন পাটোয়ারী বলেন, এর আগে দুটি সন্তানের কথা ডাক্তার ও আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে নিশ্চিত হই। সোমবার দুপুরে প্রসব ব্যথা শুরু হলে তাকে শহরের হায়দার ক্লিনিকে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তার অবস্থা দেখে সিজারের জন্য পরামর্শ দেন। বিকাল ৪টার দিকে ডা. তাহমিনা সুলতানা নিলু সিজার অপারেশেন করে একে একে চারটি কন্যাসন্তান বের করেন। এর আগে ওই গৃহবধূর চার বছরের একটি ছেলেসন্তান রয়েছে।

তিনি আরও বলেন, একসঙ্গে চারটি মেয়ে পেয়ে আমরা খুশি। আমাদের যৌথ পরিবারে চার সন্তানের লালন পালনে কোনো সমস্যা হবে না।

হাসপাতালের ম্যানেজার নুরুল আফসার ফোরকান বলেন, খবরটি শোনার পর বিভিন্ন শ্রেণির মানুষ হাসপাতালে ভিড় জমাচ্ছে। আমরা নবাগত সন্তান ও তার মাকে কেবিনে থাকার ব্যবস্থা করেছি।

এ বিষয়ে ডা. তাহমিনা সুলতানা নিলু বলেন, ওই গৃহবধূ ও চার নবজাতক সুস্থ আছেন। তারপরও তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

রেকর্ড গড়তে ৪ ঘণ্টা বরফের বাক্সে বসে রইলেন তিনি

নূর নিউজ

কারও খবরদারির কাছে আমরা নতজানু হব না: প্রধানমন্ত্রী

নূর নিউজ

সাম্প্রদায়িক হামলায় মদদ দিচ্ছে অবৈধ বাহিনী : মির্জা ফখরুল

নূর নিউজ