এক রাতেই চার শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেও নেতানিয়াহু বলছে ‘মাত্র শুরু’

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জায় যুদ্ধবিরতি উপেক্ষা করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী। সবশেষ হামলায় এক রাতেই হত্যা করা হয়েছে চার শতাধিক ফিলিস্তিনিকে। আরও শত শত ফিলিস্তিনি আহত হয়েছেন এ হামলায়। ধ্বসে পড়া ভবনের নিচে আটকে আছেন আরও অনেক মানুষ। গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হওয়ার পর গাজ্জায় এটিই সবচেয়ে বড় ইসরাইলি বিমান হামলা।

এমতাবস্থায় গাজ্জা উপত্যকায় ইসরাইলের এ গণহত্যা কেবল ‘মাত্র শুরু’ বলে মন্তব্য করেছেন সতর্ক করে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ভবিষ্যত নির্ধারণের আলোচনা হবে তীব্র আক্রমণের মধ্যে।

বুধবার (১৯ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, মঙ্গলবার ভোররাতে আকস্মিকভাবে গাজ্জায় নির্বিচারে বোমা হামলা চালানো শুরু করে ইসরাইলি বাহিনী। পবিত্র রমজান মাস হওয়ায় অনেক লোক সাহরি খাচ্ছিলেন, তখনই গাজ্জায় হামলা ও বিস্ফোরণ শুরু হয়। বর্বর এই হামলায় কমপক্ষে ৪০৪ জন শহীদ এবং ৫৬২ জনেরও বেশি মানুষ আহত হয়। গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হওয়ার পর গাজ্জায় এটিই সবচেয়ে বড় বিমান হামলা।

হামলার পর সামনে আসতে থাকা একের পর এক ছবিতে দেখা যায়, শহীদদের বেশিরভাগই বেসামরিক নাগরিক, যাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। ভোররাতে বিমান থেকে বোমা হামলা চালিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

আফগানিস্তানে হিউম্যান রাইটস কমিশনসহ ৫টি বিভাগ বিলুপ্ত করল তালেবান সরকার

আনসারুল হক

বঙ্গবন্ধুর পলাতক খুনিদের তথ্য দিলে পুরস্কার

নূর নিউজ

রিপাবলিক বাংলা বন্ধ ও ময়ূখকে গ্রেফতারের দাবিতে কলকাতায় বিক্ষোভ

আনসারুল হক