এক সপ্তাহে মক্কা–মদিনায় ১ কোটি ৩০ লাখ মুসল্লির জিয়ারত

মাত্র এক সপ্তাহে ১৩ মিলিয়নেরও (১ কোটি ৩০ লাখ) বেশি মুসল্লি পবিত্র মক্কা ও মদিনা নগরীতে জিয়ারত করেছেন। হজের মৌসুম না থাকা সত্ত্বেও বিপুলসংখ্যক ওমরাহ পালনকারী ও দর্শনার্থীর আগমন ইসলামী বিশ্বের গভীর ধর্মীয় অনুরাগের প্রতিফলন বলে মনে করা হচ্ছে।

সৌদি আরবের গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর প্রশাসনিক কর্তৃপক্ষের তথ্যানুসারে, ১৪৪৭ হিজরি সনের রবিউস সানি মাসের ১১ থেকে ১৭ তারিখ (৩ অক্টোবর থেকে ৯ অক্টোবর ২০২৫) পর্যন্ত দুই মসজিদে মোট ১৩,০২৯,৪৭১ জন মুসল্লি ও দর্শনার্থী উপস্থিত ছিলেন।

এর মধ্যে মক্কার মসজিদুল হারামে নামাজ আদায় করেছেন ৪,১৯৭,০৫৫ জন মুসল্লি, আর ২২,৭৮৬ জন আল-হাতিম এলাকায় নামাজ পড়েছেন। ওমরাহ পালন করেছেন ২,৮৮৭,৫১৬ জন। অন্যদিকে মদিনার মসজিদে নববীতে জিয়ারত করেছেন ৫,০৮৮,১৭৯ জন, যাদের মধ্যে ৩৫৫,৫৩২ জন মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর পবিত্র রওজা শরিফ জিয়ারত করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, পবিত্র দুই মসজিদে দর্শনার্থীদের সংখ্যা গণনা ও ভিড় নিয়ন্ত্রণে অত্যাধুনিক সেন্সর প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এসব সেন্সর দর্শনার্থীর গতিবিধি, ঘনত্ব ও চলাচল পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক তথ্য সরবরাহ করে, যার ফলে ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তা ও প্রশাসনিক কাজ আরও কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হচ্ছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রযুক্তি ইসলামি বিশ্বের সর্ববৃহৎ পবিত্র স্থান দুটির সেবার মান উন্নত করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ।

বছরের এই সময় সাধারণত ধর্মীয় পর্যটনের দিক থেকে তুলনামূলক শান্ত থাকে। তাই মাত্র এক সপ্তাহে ১৩ মিলিয়নের বেশি মুসল্লির আগমনকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এটি প্রমাণ করে, উন্নত সুযোগ-সুবিধা, সহজ ভ্রমণব্যবস্থা এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার কারণে মুসলিমরা এখন সারা বছরই পবিত্র মক্কা ও মদিনা সফরে আগ্রহী হয়ে উঠছেন।

সূত্র: দি ইসলামিক ইনফরমেশন ডট কম

এ জাতীয় আরো সংবাদ

উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে চরমোনাইর তিন দিনব্যাপী ফাল্গুনের মাহফিল শুরু

আনসারুল হক

৯ মাসে হাফেজ হলো ছোট্ট শিশু আব্দুর রহমান

নূর নিউজ

দেশে শুরু হচ্ছে ইলমে হাদিস বিষয়ক ইসলামিক মেগা রিয়ালিটি শো ‘হাদ্দাসানা’

নূর নিউজ