এক সপ্তাহে রেমিট্যান্স এলো ৬ হাজার ৯২৪ কোটি টাকা

ঈদুল আজহা ঘিরে প্রবাসী আয়ের (রেমিট্যান্স) রেকর্ড হয়েছে। গত ছয় দিনে ৭৪ কো‌টি ১০ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় ৬ হাজার ৯২৪ কোটি ৬৪ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংক থেকে এ তথ্য পাওয়া যায়।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম জানান, চলতি জুলাই মাসের প্রথম ছয় দি‌নে ৭৪ কো‌টি ১০ লাখ মার্কিন ডলার পা‌ঠি‌য়ে‌ছেন প্রবাসীরা।

গত অর্থবছরে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ (২১ দশমিক ৩ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছে, যা আগের অর্থবছরের চেয়ে ১৫ দশমিক ১১ শতাংশ কম। ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল দুই হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ (২৪ দশমিক ৭৭ বিলিয়ন) ডলার।

সকল ঈদের আগে রেমিট্যান্স প্রবাহ একটু বাড়ে‌। তবে এখন ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠালে বিনিময় হারও ভালো পাওয়া যায় বিধায় আগ্রহ বাড়ছে বলে ধারণা করছেন অনেকে।

এ জাতীয় আরো সংবাদ

কোরবানির পশুর চামড়ার দাম ‘বিপর্যয়’

আনসারুল হক

দেশের জন্য একটি ভালো কাজ করে যেতে চাই : সিইসি

আনসারুল হক

একের পর এক ধর্ষণের জন্য বিচারহীনতার সংস্কৃতিকে দায়ী করলেন শায়খ আহমাদুল্লাহ

আনসারুল হক