এবার এরদোয়ানের প্রশংসায় ফরাসি প্রেসিডেন্ট

ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়ে আগের অবস্থান থেকে সরে আসায় তুরস্কের প্রশংসা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্র্যোঁ।

বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে ধন্যবাদ জানান।  খবর আনাদোলুর।

তিনি বলেন, নিজেদের নিরাপত্তার স্বার্থে ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোতে যোগ দিতে যাচ্ছে। নিষিদ্ধঘোষিত কুর্দি সশস্ত্র সংগঠন পিকেকে সমর্থন করায় এতদিন ন্যাটোতে যোগ দেওয়ার প্রশ্নে আপত্তি জানিয়ে আসছিল তুরস্ক।

ফিনল্যান্ড ও সুইডেনের সঙ্গে গত মঙ্গলবার আবারও বৈঠক করেন এরদোগান। ওই বৈঠকে তারা পিকেকেকে আর সমর্থন দেবে না- এ প্রতিশ্রুতি দেওয়ার পর পরের দিন বুধবার এরদোগান ঘোষণা করেন, ইউরোপের এ দেশটি ন্যাটোতে যোগ দিতে চাইলে এখন আর কোনো আপত্তি জানাবে না তুরস্ক।

স্পেনের মাদ্রিতে অনুষ্ঠিত ন্যাটোর তিন দিনব্যাপী সম্মেলনের শেষ দিন বৃহস্পতিবার এরদোগানকে ধন্যবাদ জানিয়ে ম্যাক্রোঁ এ বিবৃতি দেন।

এ জাতীয় আরো সংবাদ

পবিত্র কুরআন অবমাননা: সুইডেনের রাষ্ট্রদূতকে বহিষ্কার করল ইরাক

নূর নিউজ

আন্তর্জাতিক বিচার আদালতে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ

নূর নিউজ

এবার যুক্তরাষ্ট্রকে হুমকি দিল রাশিয়া

নূর নিউজ