এবার তৃণমূলের কোন্দল মেটাতে নেতাদের ডাকা হচ্ছে ঢাকায়

সবকিছু ঠিক থাকলে আর মাত্র ৩ মাস পর অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন ঘিরে পুরোদমে মাঠে নেমেছে আওয়ামী লীগ। রোববার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিশেষ বর্ধিত সভা আহ্বান করে দলীয় সভাপতি শেখ হাসিনা মূলত নির্বাচনের বার্তা পৌঁছে দিয়েছেন। দলীয় নেতাকর্মীরাও ওই বার্তা নিয়ে এলাকায় ফিরেছেন। বৈঠকের একদিন পরই কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে দলকে ঐক্যবদ্ধ রাখতে অভ্যন্তরীণ কোন্দল নিরসনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে যেসব নির্বাচনী এলাকায় দলীয় কোন্দল চরমে সেসব এলাকা চিহ্নিত করে সংশ্লিষ্ট নেতাদের ঢাকায় তলব করা হবে। তার আগে সংগঠনিকভাবে সংশ্লিষ্ট নেতাদের দলীয় প্যাডে চিঠি দেয়া হবে।

সেখানে নিজেদের মধ্যে কোন্দল নিরসনের নির্দেশনা থাকবে। এতে যদি কাজ না হয় তাহলে তাদেরকে ঢাকায় তলব করে কোন্দল মেটানোর উদ্যোগ নেয়া হবে। প্রয়োজনে দলীয় সভাপতি শেখ হাসিনাও হস্তক্ষেপ করবেন। নেতারা বলছেন, অভ্যন্তরীণ দ্বন্দ্ব- কোন্দলে নাকাল তৃণমূল আওয়ামী লীগ।

এ জাতীয় আরো সংবাদ

৮ দিনে প্রবাসী আয় ৫৬২৪ কোটি টাকা

নূর নিউজ

রাষ্ট্রপতির সাথে সংলাপ বর্জন করছে বিএনপি

নূর নিউজ

করোনার টিকা নিলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ

আলাউদ্দিন