এবার পাকিস্তানে হামলার হুমকি দিলো ইসরায়েলি মন্ত্রী

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এবার পারমাণবিক শক্তিধর পাকিস্তানকে হুমকি দিলেন ইসরায়েলের সাবেক উপ-প্রতিরক্ষা মন্ত্রী মেইর মাসরি।

বৃহস্পতিবার (১৯ জুন) রাতে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে জানায়, মেইর মাসরি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বের টুইটার) উর্দু ও আরবি ভাষায় একটি পোস্টে বলেন, “ইরানের অভিযান শেষ হলে, পরবর্তী মনোযোগ দিতে পারি পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসের দিকে।” তিনি আরও লেখেন, “পাকিস্তান ইরান থেকে খুব দূরে নয়—এটা বুঝে নেওয়াই যথেষ্ট।”

যদিও তিনি বর্তমানে কোনও সরকারি পদে নেই, তথাপি লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে তিনি ইসরায়েলি রাজনীতি ও কৌশলগত মহলে একজন প্রভাবশালী মুখ।

তার এই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে পাকিস্তানের প্রতি সংহতি প্রকাশ করে মাসরির মন্তব্যের কড়া নিন্দা জানান। কেউ কেউ বলেন, এ ধরনের হুমকি পাকিস্তানকে আরও ঐক্যবদ্ধ ও প্রতিরোধে প্রস্তুত করে তুলবে।

এদিকে, ইতোমধ্যেই পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইসরায়েলের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমাদের বার্তা স্পষ্ট—ইসরায়েল যেন পাকিস্তানের দিকে চোখ তুলে না তাকায়।” তিনি আরও জানান, পাকিস্তান সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এবং যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ও সক্ষম।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

এ জাতীয় আরো সংবাদ

এখন পর্যন্ত হজের উদ্দেশ্যে সৌদি পৌঁছেছেন ৫৩৫৯৯

নূর নিউজ

গুম হওয়া স্বজনদের ফিরে পেতে জাতিসঙ্ঘের সামনে বিক্ষোভ

নূর নিউজ

কাতারে জাতীয় ক্রীড়া দিবসে প্রবাসীদের প্রতি আল নূর কালচারাল সেন্টারের আহ্বান

নূর নিউজ