এবার ভ্যাকসিন নিবন্ধন করবে ১৮ বছর বয়সী শিক্ষার্থীও

এবার করোনা ভাইরাসের টিকা নিতে পারবেন ১৮ বছর বয়সী শিক্ষার্থীরাও। বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতে সুরক্ষা সাইটে পরিবর্তন আনা হয়েছে।

এখন থেকে ১৮ বছর বা তদূর্ধ্ব ছাত্র-ছাত্রীদের টিকা নিবন্ধনের অপশন যোগ করা হয়েছে। এর আগে টিকা নেয়ার জন্য সর্বনিম্ন বয়সসীমা ২৫ বছর নির্ধারণ করেছিল সরকার।

আগের সিদ্ধান্ত অনুয়ায়ী ২৫ বছর বয়সসীমার নাগরিকেরা টিকার আওতায় ছিলেন। শুরুতে ৫৫ বছর বয়সীদের টিকার জন্য নিবন্ধন করার অনুমোদন দেওয়া হয়েছিল। পরে তা কমিয়ে ৪০ বছর করা হয়। তৃতীয় দফায় কমিয়ে ৩৫ বছর করা হয়। চতুর্থ দফায় তা আরও কমিয়ে ৩০ বছর করা হয়েছে।

দেশে গত ৭ ফেব্রুয়ারি গণটিকাদান কার্যক্রম শুরু হয়। এর পরের দিন করোনার টিকার জন্য নিবন্ধনের জন্য ৪০ বছর বয়সসীমা নির্ধারণ করে সরকার।

এ জাতীয় আরো সংবাদ

জলবায়ুর ঝুঁকি মোকাবেলা আন্তর্জাতিক সহায়তার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

নূর নিউজ

সবাইকে শান্ত হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

Sufian Farabee

দেশের মোট ভোটার এখন ১২ কোটি ৩৭ লাখ: সিইসি

আনসারুল হক